মালু বাড়ি থেকে কী কারণে বেরিয়ে যায়?— ব্যাখ্যা কর
মালু বাড়ি থেকে কী কারণে বেরিয়ে যায়?— ব্যাখ্যা কর
![]() |
মালু বাড়ি থেকে কী কারণে বেরিয়ে যায়?— ব্যাখ্যা কর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র মালু। মালুর পিতা-মাতা আর মালু সৈয়দ বাড়িতে থাকত ।
সৈয়দ গিন্নি শহরে চলে গেলেও তারা সৈয়দ বাড়িতেই ছিল। সৈয়দ বাড়িতে মালুদের থাকাটা পছন্দ হয় নি রমজান ও তার মুনিব ফেলু মিঞার; তাই রমজান সৈয়দ বাড়িতে গিয়ে মালুর মাকে বিভিন্ন কায়দায় বুঝিয়ে দেয় যে, তারা শুধু বসে বসে খেতে পারবে না।
মালু ও তার মাকে ফেলু মিঞার বাড়িতে থাকতে হবে। মালুর মা মিঞার বউয়ের সেবা যত্ন করবে আর মালু গরুর বাতান দেখবে। এছাড়া রমজান মালুদের একটা খাওয়ার খোটাও দেয়। কথাটা শুনে মালুর পিতাও হতবাক হয়ে যায়।
মালুর পড়ালেখার ব্যাপারে রমজান বলে, “হাসালে মালুর মা, হাসালে । বলি গরিবের আবার লেখাপড়া কি? লায়েক হয়েছে ছেলে, এখন খাটবে, কাম করবে। .... হা হা।” রমজান মালুকে ধমকও দেয়। তখনই মালু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ।