প্রথমত আমি মানুষ, তারপরে মুসলমান কে কেন এমন বলেছে তা ব্যাখ্যা কর
প্রথমত আমি মানুষ, তারপরে মুসলমান। কে, কেন এমন বলেছে তা ব্যাখ্যা কর।
![]() |
প্রথমত আমি মানুষ, তারপরে মুসলমান কে কেন এমন বলেছে তা ব্যাখ্যা কর |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে আলোচ্য উক্তিটি জাহেদের সেকান্দর মাস্টারের।সেকান্দর মাস্টার উচ্চ মাধ্যমিক পাস, অকাল পিতৃপ্রয়াণে বি. এ. পরীক্ষা দেয়া আর হয় নি; তালতলির শ্যামাচরণ দত্ত উচ্চ ইংরেজি স্কুলের জুনিয়র টিচার।
বৃদ্ধা মা, ভাই (সুলতান) এবং বোন রাসুকে নিয়ে সেকান্দর মাস্টারের অনেক স্বপ্ন। নিম্নবিত্ত টানাপোড়েনের সংসার। লুপ্ত তালুক উদ্ধার স্বপ্নে উন্মাদ, মরিয়া, ধূর্ত, খল, লম্পট, দালাল, নায়েব রমজানের চক্রান্তে ক্ষয়িষ্ণু জমিদার ফেলু মিঞার হঠাৎ প্রজাপীড়ন, বকেয়া এবং অধিক খাজনা আদায়ের বিরুদ্ধে সে সোচ্চার।
তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রতিজ্ঞ সেকান্দর মাস্টার নিষ্ক্রান্ত হতে না হতেই বৃহত্তর দেশ-কাল পটে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমসময়ে পাক-ভারতীয় স্বাধীনতা আন্দোলনে, দাঙ্গা, দুর্ভিক্ষ, মহামারি, স্বাধীনতা, দেশ বিভাগ, সর্বনাশা যুদ্ধের কালাগ্নিতে পৈশাচিক দানবীয়, ক্রূর, হিংস্র উলাসে বাকুলিয়া, তালতলির সমগ্র তলাটে নিপীড়িতদের কাছে একমাত্র বটবৃক্ষের ন্যায় সেকান্দর মাস্টার পরিণত হয় যেন দক্ষ অবশিষ্ট খুঁটিতে।
মানবতাবাদ, সাম্যবাদ, বিশ্বজনীন অনুভূতি, আধুনিক জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বানী সেকান্দর। যদিও আপাতত স্বপ্নভঙ্গ যান মাস্টার অন্তর বাহ্যগত দৃষ্টিকোণে পাকিস্তান সৃষ্টিতে রমজানদের চূড়ান্ত উত্থানে তবু একদিন সত্যের জয় অবশ্যম্ভাবী।
উপন্যাসের প্রথম পর্যায়ে মুসলিম স্বাতন্ত্র্যবাদী চেতনার অনুসারী জাহেদের সঙ্গে কথোপকথনে সেকান্দর মাস্টারের আত্মস্বরূপ সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। তার প্রতি জাহেদের প্রশ্ন ছিল “তুমি মুসলমান কি না?” এর উত্তরে সে বলেছে : “প্রথমত আমি মানুষ, তারপরে মুসলমান।” মূলত সেকেন্দার মাল্টার চরিত্রের মাধ্যমে গল্পকার একটি সুষ্ঠুবোধ এবং অসাম্প্রদায়িক পরিবেশ নির্মাণে সচেষ্ট হয়েছেন।