রাবুর স্বামী রাবুকে যে পত্র লিখেছিল তা তুলে ধর

রাবুর স্বামী রাবুকে যে পত্র লিখেছিল তা তুলে ধর

রাবুর স্বামী রাবুকে যে পত্র লিখেছিল তা তুলে ধর
রাবুর স্বামী রাবুকে যে পত্র লিখেছিল তা তুলে ধর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে বাকুলিয়ার সৈয়দ বাড়ির দরবেশের কন্যা রাবু।

 রাবুর পিতার পীরের সাথে রাবুর বিয়ে হয়। তারপর সৈয়দ বাড়ি থেকে রাবুর স্বামীকে বের করে দেয়া হয়। এরপর রাবুর স্বামী রাবুকে ফেরত পেতে ও স্বামীর প্রতি তার দায়-দায়িত্ব সম্পর্কে বর্ণনা দিয়ে কয়েকখানা চিঠি লেখে।

এর একটি চিঠির বর্ণনা এরকম ছিল : “জানের জান বিবিজান, দোয়া পর সমাচার এই যে গুঁজাশতা সাল আপনাকে তিনখানা পত্র লিখিয়াছিলাম। এই সালের শুরুতেও এক পত্রে দোয়া ফরমাইয়াছিলাম। সেই সমস্ত পত্রে দীন-ই-ইসলাম এবং আপনার খসমের প্রতি আপনার দায়িত্বের কথা স্মরণ করাইয়া দিয়াছিলাম।

 আফসোস আপনার কোন জবাব পাইলাম না। শুনিলাম আপনি পর্দা কলেজ ছাড়িয়া এখন সম্পূর্ণ বেপরদা হইয়াছেন এবং বেগানা লোকজনের সঙ্গে হরদম ঘোরাফেরা করিতেছেন (নাউজুবিলা ...)। আপনি কেন এভাবে নিজের উপর এবং ভবিষ্যতের আওলাদ ফরজন্দের ওপর লানত ডাকিয়া আনিতেছেন আমার আদনা বুদ্ধিতে তাহা বুঝিয়া উঠিতে পারিলাম না। 

আপনি কত বড় নেকবক্ত দরবেশের সাহেবজাদী, কতবড়, পীরের জেনানা, এ-কথা কি ভুলিয়া গিয়াছেন? নিশ্চয় আপনার ওপর শয়তান ভর করিয়াছে, নচেৎ আপনি কীভাবে এসব গোনাহ্ কাজে লিপ্ত হইতেছেন। ...ইতি,আলহাজ শাহসুফি গোলাম হায়দার মোজাদ্দেদী।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ