তেমতি দাসেরে আসি, দয়া কর, গতি।" - ব্যাখ্যা কর।

 তেমতি দাসেরে আসি, দয়া কর, গতি।" - ব্যাখ্যা কর।
তেমতি দাসেরে আসি, দয়া কর, গতি। - ব্যাখ্যা কর।
 তেমতি দাসেরে আসি, দয়া কর, গতি।" - ব্যাখ্যা কর।

উত্তর মেঘনাদবধ কাব্যে প্রথম সর্গে কাব্যারম্ভেই রাম সীতা উদ্ধারের জন্য বানর সৈন্য নিয়ে লঙ্কা অবরোধ করলে রাবণপুত্র বীরবাহু যুদ্ধে নিহত হয়। 

কবি বিদ্যাদেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন যে, গহন বনে শিকারী ক্রৌঞ্চকে বধ করলে ক্রৌঞ্চের যে শোক সেই শোককে শ্লোকে রূপ দিতে কবি বাল্মীকিকে দেবী যেমন সহযোগিতা করেছিলেন, তেমনি যেন দেবী কবি মধুসূদনকে মৃত বীরবাহুকে বরণ করার জন্য কাব্যশক্তি প্রদান করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ