জাহেদের নিরুদ্দেশ হওয়া সম্পর্কে সৈয়দগিন্নি মালুকে কী বলেছিল তা তুলে ধর
জাহেদের নিরুদ্দেশ হওয়া সম্পর্কে সৈয়দগিন্নি মালুকে কী বলেছিল তা তুলে ধর
![]() |
জাহেদের নিরুদ্দেশ হওয়া সম্পর্কে সৈয়দগিন্নি মালুকে কী বলেছিল তা তুলে ধর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক' উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র জাহেদ। জাহেদ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকত।
এর ফলে পাকিস্তান সরকারের পুলিশ বাহিনীর বিশেষ নজরেও ছিল জাহেদ। ঘটনাক্রমে জাহেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সম্পর্কে মালু জাহেদের মার কাছ থেকে কিছু তথ্য জানতে পারে তার মাস দুই আগে হঠাৎ রাতের বেলা জাহেদ বাড়িতে এসেছিল।
ত্রিশটা টাকা নিয়েছিল তার মার কাছ থেকে। রুই মাছ দিয়ে প্রচুর ভাত খেয়েছিল জাহেদের খাওয়া দেখে মনে হয় সে অনেক দিন না খেয়ে ছিল।
রাত বাড়ার সাথে সাথেই জাহেদ বাড়ি থেকে চলে যায়। তারপর কিছু লোক জাহেদের খোঁজখবর করে যায় জাহেদের বাড়িতে। সৈয়দগিন্নী সন্দেহ করে সেই লোকগুলো ছিল স্বরাষ্ট্র বিভাগের অর্থাৎ সাদা পোশাকের পুলিশ। তারপর থেকে জাহেদেক দুই মাস ধরে আর দেখা যায় না ।