এতদিনে সে শখটা বুঝি পূরণ হলো রমজানের কোন শখের কথা বলা হয়েছে ব্যাখ্যা কর
এতদিনে সে শখটা বুঝি পূরণ হলো রমজানের।”- কোন শখের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
![]() |
এতদিনে সে শখটা বুঝি পূরণ হলো রমজানের কোন শখের কথা বলা হয়েছে ব্যাখ্যা কর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের খল চরিত্র রমজান।
রমজান তার গ্রামের সৈয়দ বাড়ির ফেলু মিঞার দক্ষিণহস্ত ছিল। এরপর আস্তে আস্তে সে নিজেই ছোট্ট গোছের একটি বাইর ঘর বানায়। তার বাইর ঘরে বৈঠকটাও চালু হয়ে যায়। রাতের বেলায় মুনিবের ডাক না পেলে রমজান মিঞার কাছারিতে যাওয়া বন্ধ করে দেয়।
রমজান তার বৈঠক ঘরে কুপি জ্বালিয়ে চৌকিতে বসে থাকে। তার বৈঠকখানায় দু'চারজন মাতবর, পেয়াদা কালু এরাও আসত। রমজান নিজের হাতে তাদেরকে পান-তামাক বাড়িয়ে দিত। নিজের বৈঠকখানা হবে, সেখানে আড্ডা জমবে।
পান-তামাক চলবে, এটা অনেক দিনের শখ ছিল রমজানের। এই শখটা পূরণ করতে রমজানের খুব বেশিদিন লাগে না। খুব তাড়াতাড়িই তার শখ পূরণ হয় এবং সে একটি বৈঠকখানার মালিক হয়।