আমি আবার আসব কে, কেন এমন বলেছে

আমি আবার আসব কে, কেন এমন বলেছে।
আমি আবার আসব কে, কেন এমন বলেছে
আমি আবার আসব কে, কেন এমন বলেছে

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে আলোচ্য উক্তিটি জাহেদের। এই কথাটি জাহেদ পুলিশ  কর্তৃত ধৃত হওয়ার পরে রাবুকে বলেছিল- যা নিত্য অনুরণন তুলেছিল রাবুর কানে।

ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রথমত স্বাতন্ত্র্যবাদী জাতীয় চেতনায় উদ্বোধিত মৌলবাদী বিদ্রোহী পরত বাকুলিয়ার সেকান্দর মাস্টারের সান্নিধ্যে তৎকালীন অনগ্রসর, পশ্চাৎপদ, অশিক্ষিত, মুসলিম সমাজ বাস্তবতার আলোকে তিক্ত, বীতছে জাহেদের আদর্শের পরিবর্তন। 

এককালের মৌলবাদী, স্বাতন্ত্র্যবাদী জাতীয়চেতনা থেকে বিপ্লবী, স্বদেশী আধুনিক জাতীয়তাবাদী, সমাজতন্ত্রী ব্যক্তিত্বের বিকাশে তৎকালীন রাজনৈতিক ক্বচিৎ সমাজ বাস্তবতার সাথে ঔপন্যাসিকের আদর্শবান, যুগপৎ এক পেয়েছে। 

সর্বশেষে জাহেদ পুলিশ কর্তৃক ধৃত হলেও জাহেদ আগাম বাণী শুনিয়েছে 'আমি আবার আসব । আসলে বিপ্লব এমনই— তাদের মৃত্যু হয়না; তারা যুগে যুগে বারবার ফিরে ফিরে আসে। 

আর এটা রাবু বিশ্বাস করে যে- জাহেদকে কোনো কিছুই আটকিয়ে রাখতে পারবে না- সে আবারও ফিরে আসবে- মুক্ত আলোয়-মুক্ত পরিবেশে।মূলত পাকিস্তানি পুলিশ কর্মকর্তার হাতে গ্রেফতার হয়ে সংশপ্তক'দের প্রতি ফিরে আসার অঙ্গীকারে বিদায় নেয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ