বিসর্জন' নাটকে অপর্ণার বক্তব্য রাজা গোবিন্দ মাণিক্যের মনে কী প্রভাব ফেলেছিল

বিসর্জন' নাটকে অপর্ণার বক্তব্য রাজা গোবিন্দ মাণিক্যের মনে কী প্রভাব ফেলেছিল?
বিসর্জন' নাটকে অপর্ণার বক্তব্য রাজা গোবিন্দ মাণিক্যের মনে কী প্রভাব ফেলেছিল

বিসর্জন' নাটকে অপর্ণার বক্তব্য রাজা গোবিন্দ মাণিক্যের মনে কী প্রভাব ফেলেছিল?



উত্তর: ত্রিপুরা রাজ গোবিন্দমাণিক্য রাজর্ষি। তারই মন্দিরের পুরোহিত রঘুপতি স্বার্থলোলুপ ক্ষমতালোভী অহংকারী ব্রাহ্মণ। দীর্ঘদিন যাবৎ মন্দিরকে কেন্দ্র করে রঘুপতি তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বছর বছর শত শত প্রাণ বলি দিয়ে তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। অপর্ণা নামক দরিদ্র বালিকার সন্তানতুল্য ছাগশিশু বলি দেওয়ায় অপর্ণা 

রাজার কাছে সন্তান হারানোর ব্যথায় সকাতরে ফরিয়াদ জানিয়েছে। রাজা এতদিন পর সত্যিকার মাকে অর্থাৎ দেবীকে খুঁজে পেয়ে বুঝতে পেরেছেন যে, মা সন্তানের রক্ত পছন্দ করে না। তাই রাজ্যে বলি নিষেধ ঘোষণা করে।

গোবিন্দমাণিক্য অপর্ণার কথার মধ্যে এমনই এক সত্য খুঁজে পেয়েছে যে- রানি গুণবতী তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, রঘুপতি তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, কিন্তু রাজা কোনোকিছুতেই বিচলিত হন নি। অপর্ণার কথা রাজাকে যারপরনাই প্রভাবিত করেছে- সত্যের পথ দেখিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ