বীরবাহুর পরিচয় দাও

বীরবাহুর পরিচয় দাও ।
বীরবাহুর পরিচয় দাও ।

বীরবাহুর পরিচয় দাও ।


উত্তর:চিত্রাঙ্গদার গর্ভজাত রাবণের এক পুত্র বীরবাহু। এই চরিত্রটির উল্লেখ বাল্মীকিররামায়ণে নেই । কৃত্তিবাসের রামায়ণে এর উল্লেখ রয়েছে। রাবণ সীতাকে হরণ করে লঙ্কায়আনলে রাম-লক্ষ্মণ হনুমানসহ লঙ্কা আক্রমণ করে। মেঘনাদ প্রমোদ উদ্যানে। তখন বীরবাহু সসৈন্য যুদ্ধে যায়। 

মদমত্ত হাতি যেমন নলবনে প্রবেশ করে নলগাছগুলোকে ভেঙে তছনছ করে দেয়, তেমনি বীরশ্রেষ্ঠ ধনুধারী বীরবাহু শত্রুসৈন্য বধ করতে করতে তার মধ্যে প্রবেশ করে। যুদ্ধফেরত দূত মকরাক্ষ বলেছে— যুদ্ধক্ষেত্রে বীরবাহুর ভৈরব হুঙ্কার স্মরণ করলে সবার চিত্ত কেঁপে ওঠে।

যুদ্ধক্ষেত্রে তার গর্জনের তুলনা হয় এমন গর্জন কোনো কিছুর নেই। ত্রিভুবনে তার ধনুকুরের টংকারের মতো টংকারের নজির নেই। ধন্য শিক্ষা বীর বীরবাহু। কত যে মরিল অরি-তার ইয়ত্তা নেই। শেষ মুহূর্ত পর্যন্ত বীরবাহু তার মাতৃভূমির জন্য লড়েছে। এবং তার মৃত্যুশয্যা পরম গৌরবের। বীরদের পরম আকাঙ্ক্ষিত।

Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ