আজ দেবী নাই তুমি মোর একমাত্র রয়েছ দেবতা কে কাকে কেন এ কথা বলেছে আলোচনা কর

আজ দেবী নাই তুমি মোর একমাত্র রয়েছ দেবতা কে কাকে কেন এ কথা বলেছে আলোচনা কর 

আজ দেবী নাই তুমি মোর একমাত্র রয়েছ দেবতা কে কাকে কেন এ কথা বলেছে আলোচনা কর
আজ দেবী নাই তুমি মোর একমাত্র রয়েছ দেবতা কে কাকে কেন এ কথা বলেছে আলোচনা কর 


উত্তর: 'বিসর্জন' নাটকের মূল অভিপ্রায় অমানবিক প্রথাধর্মের সাথে মানবধর্মের সংঘাত। অমানবিক বলিপ্রথার পক্ষে রঘুপতি এবং তার সহযোগী শক্তি রানী গুণবতী। রানী গুণবতী নিঃসন্তান। রঘুপতি তাকে আশ্বাস দিয়েছে যে, দেবীর পায়ে প্রাণ বলি দিলে রানী সন্তান পাবে। 

ফলে রানী বলিপ্রথায় বিশ্বাসী, ওদিকে অপর্ণার ছাগশিশু বলি দিলে সে রাজার কাছে এসে কৈফিয়ত চায়। রাজার বোধোদয় ঘটে এবং রাজ্যে বলি বন্ধের আদেশ দেয়। রানী ও রাজার মধ্যে শুরু হয় সংঘাত। রঘুপতি তার মন্দিরের ক্ষমতা রক্ষা করতে রানী, নক্ষত্র রায়, জয়সিংহ সবাইকে রাজার বিরুদ্ধে অনুপ্রাণিত করে। রঘুপতি রাজার রক্ত কামনা করে দেবীর নাম করে। 

শেষ পর্যন্ত রঘুপতির ইচ্ছে পূর্ণ করতে জয়সিংহ নিজের জীবন বিসর্জন দেয় । সন্তান হারানোর ব্যথায় রঘুপতির মন থেকে লোভ-লালসা-হিংসা সবই দূর হয় । দেবীকে মন্দির থেকে নিক্ষেপ করে নদীর জলে ৷ রঘুপতির সাথে সাথে রানী গুণবতীর মধ্যেকার নৃশংসতা দূর হয়। তাই দেবী যখন নেই, তখন রাজাকে দেবতা জ্ঞান করে রানী তৃপ্ত ও ধন্য হয় ।

Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ