এই শেষ পুণ্যরক্ত এ পাপ মন্দিরে ব্যাখ্যা কর
এই শেষ পুণ্যরক্ত এ পাপ মন্দিরে ব্যাখ্যা কর
![]() |
এই শেষ পুণ্যরক্ত এ পাপ মন্দিরে ব্যাখ্যা কর |
উত্তর :'বিসর্জন' নাটকে রঘুপতি মন্দিরের পুরোহিত। আপন স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য সে রাজার নিষেধ সত্ত্বেও রাজ্যে বলিপ্রথা চালু রাখতে নানা কৌশলের আশ্রয় নিয়েছে। তার প্রতিপক্ষ রাজা গোবিন্দমাণিক্য। ফলে তাকে হত্যা করতে পারলে সব সমস্যার সমাধান।
তাই রঘুপতি মিথ্যার আশ্রয় নেয়। ঘোষণা দেয় যে— দেবী রাজরক্ত চায় । রাজাকে হত্যার জন্য রঘুপতির পালিত পুত্র শিষ্য জয়সিংহকে অনুপ্রাণিত করে। রঘুপতি রাজাকে হত্যা করতে রাজার ছোট ভাই নক্ষত্র রায়কেও অনুপ্রাণিত করে। জয়সিংহ ভয়ে কেঁপে ওঠে। সে ভ্রাতৃহত্যা ঘটতে দেবে না। তাছাড়া সে সিদ্ধান্ত নেয় যে, নিজের রক্ত দেবে, কারণ তার শরীরে রয়েছে রাজরক্ত। নিজেকে বিসর্জন দিয়ে সে অমানবিক এ প্রথাকে চিরতরে বন্ধ করে দিতে চায়।
জয়সিংহের রক্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে যাচ্ছে, রাজা এসে বিস্মিত হয়। প্রশ্ন জাগে এ কার রক্ত? রঘুপতি তার প্রশ্নের উত্তরে জানায়, জয়সিংহের পুণ্য রক্ত ঢেলে দিয়ে পাপমন্দির পবিত্র করেছে। তারই রক্তে হিংসা রক্তবহ্নি নিভিয়ে দিয়ে গেছে। রঘুপতির মন থেকে হিংসা, দ্বেষ, লোভ সবই উবে গেছে। মানবধর্মের হয়েছে জয় ।