যুদ্ধের সময় জাপানিদের সম্পর্কে কী গুজব শোনা যায় তা তুলে ধর
যুদ্ধের সময় জাপানিদের সম্পর্কে কী গুজব শোনা যায় তা তুলে ধর।
![]() |
যুদ্ধের সময় জাপানিদের সম্পর্কে কী গুজব শোনা যায় তা তুলে ধর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে যুদ্ধের সময় জাপানিদের নিয়ে নানা রকম গুজব শোনা যায়।
জাপানিদের নিয়ে গুজবের পর গুজব ছড়িয়ে পড়ে। যেমন শোনা যায়- জাপানিরা নাকি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম। আবার শোনা যায় ফেনী শহরেও বোমা পড়েছে। ট্রাংক রোডের উপর জাপানিদের দেখে এসেছে কেউ একজন স্বচক্ষে। স্বচক্ষের বর্ণনাটাও ছড়িয়ে পড়ে মুখে মুখে। "থ্যাবড়া নাক, ইয়া ইয়া জোয়ান, চোখ এক রকম নেই বললেই চলে।
বাচ্চা ছেলেদের ধরে ধরে কাঁচাই চিবিয়ে খায় ওরা।” এমনই সব গুজব ছড়িয়ে পড়ে জাপানিদেরকে নিয়ে চারদিকে। এই সকল গুজবের ফলেই গ্রামের সহজসরল মানুষগুলো তাদের ঘরবাড়ি ছেড়ে শহরমুখী হয় আর শিকারে পরিণত হয় সুযোগ সন্ধানী মানুষ শিকারিদের হাতে।