যুদ্ধের বাজারে রমজানের কাঁড়ি কাঁড়ি টাকা রোজগারের একটি বর্ণনা দাও
যুদ্ধের বাজারে রমজানের কাঁড়ি কাঁড়ি টাকা রোজগারের একটি বর্ণনা দাও।
![]() |
যুদ্ধের বাজারে রমজানের কাঁড়ি কাঁড়ি টাকা রোজগারের একটি বর্ণনা দাও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের খল চরিত্র রমজান।
রমজান একসময় ফেলু মিঞার দক্ষিণহস্ত ছিল তারপর সে আস্তে আস্তে ফেলু মিঞার কাছ থেকে সরে আসে ও যুদ্ধের সময় সেকান্দর মাস্টারের ভাই সুলতানকে নিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করে। যুদ্ধের সময় রমজানের ব্যবসায় ছিল বিচিত্র পণ্যের। আর রামদয়াল ছিল তার দোসর।
রমজান রামদয়ালের কাছ থেকে চাল-ডাল নিয়ে অন্যত্র বেশি দামে বিক্রি করতো। এছাড়াও সে চিনির ব্যবসায় করতো। চিনির ব্যবসার সাথে রামদয়াল আরো যে ব্যবসাটি করে কাঁড়ি কাঁড়ি টাকা বানায় তা হলো ঘরে-ঘরে বুভুক্ষু কৃষক বধূদেরকে নিয়ে শহরে বিক্রি করে দিত।
এছাড়াও তার ব্যবসার তালিকায় ছিল নিরাশ্রয়া কিষানী কুমারী। দরিদ্র নারীদের দরিদ্রতার সুযোগ নিয়ে রমজান তাদেরকে একত্রিত করতো এবং শহরে নিয়ে বিক্রি করে দিত। এভাবেই রমজান যুদ্ধের বাজারে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করে।