সেকান্দর মাস্টার টেলে বাড়ির ছেলেটার গায়ে পটাপট কয়েকটা চড় মেরেছিল কেন ব্যাখ্যা কর

সেকান্দর মাস্টার টেলে বাড়ির ছেলেটার গায়ে পটাপট কয়েকটা চড় মেরেছিল কেন ব্যাখ্যা কর।
সেকান্দর মাস্টার টেলে বাড়ির ছেলেটার গায়ে পটাপট কয়েকটা চড় মেরেছিল কেন ব্যাখ্যা কর
সেকান্দর মাস্টার টেলে বাড়ির ছেলেটার গায়ে পটাপট কয়েকটা চড় মেরেছিল কেন ব্যাখ্যা কর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের একটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র সেকান্দর মাস্টার। 

বাকুলিয়ার সেকান্দর মাস্টার তালতলির স্কুলে শিক্ষকতা করতো। সেকান্দর মাস্টার পিটিয়ে পুঁটিয়ে যে দু'চার গণ্ডা ছাত্রকে স্কুলে এনে হাজির করেছিল যুদ্ধের সময় তারা সবাই পালিয়েছিল এমনকি স্কুলের পিয়নটা পর্যন্ত। শূন্য স্কুল ঘরটিতে সেকান্দর একাই খুটখুট করত। 

এ ক্লাসে সে ক্লাসে ঘোরাঘুরি করতো। বিশ বছর ধরে স্কুলের সেক্রেটারি ছিলেন মিত্তির মশায়। তিনিও ইস্তফা দিয়ে চলে যান ও সেকান্দর মাস্টারকেও চলে যেতে বলেন। মিত্তির মশায়ের উপর তার প্রচণ্ড রাগ হয় এবং গোঁৎ গোঁৎ করে বেরিয়ে যেতেই তার সামনে পড়ে টেণ্ডল বাড়ির ছেলেটি। 

বছর আটেক বয়স। বিনে ফিসে বিনে মাইনায় ছেলেটাকে ভর্তি করে নিয়েছিল সেকান্দর মাস্টার। বই পত্রও নিজের পয়সায় কিনে দিয়েছিল মাস্টার। সেই ছেলেটিই স্কুলে এসেছিল এবং বইপত্র ফেলে রেখে রমজানের ম্যানেজারের ডাকে স্কুল থেকে বেরিয়ে যায় এবং গ্রান্ড রোডে রাস্তা, মেরামতের কাজ করে দিনের শেষে নগদ একটি টাকা পায়। 

বাড়ি যাওয়ার সময় বইগুলো সে স্কুল থেকে নিতে আসে। আর তখনি সেকান্দর মাস্টার তাকে পটাপট কয়েকটা চড় মেরে দেয়। এই ঘটনাটির মধ্য দিয়ে আমরা সেকান্দর মাস্টারকে স্কুল ও তার ছাত্র ছাত্রীদের প্রতি গভীর ভালোবাসারই রূপ প্রত্যক্ষ করি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ