সৈয়দ সাহেব গিন্নিকে জাহেদকে বাড়ি থেকে বের করে দেয়ার কথা বলেন কেন
সৈয়দ সাহেব গিন্নিকে জাহেদকে বাড়ি থেকে বের করে দেয়ার কথা বলেন কেন?
![]() |
সৈয়দ সাহেব গিন্নিকে জাহেদকে বাড়ি থেকে বের করে দেয়ার কথা বলেন কেন |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক' উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র জাহেদ।
জাহেদ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকত। আর তার পিতা ছিল ইংরেজ সরকারের অনুগত কর্মচারী। দাঙ্গার সময় জাহেদ রেসকিউ পার্টি নিয়ে কয়েকটা বিপন্ন পরিবারকে উদ্ধার করতে যায়। পথে লরির উপর কে বা কারা বোমা ছুঁড়ে মারে, এর ফলে জাহেদ মাথায় চোট পায় ।
জাহেদকে ফার্স্ট এইড দিয়ে কয়েকজন লোক কাঁধে করে জাহেদের অর্ধচেতন রক্তাক্ত দেহ তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। জাহেদের মাথার পিছনটা ব্যান্ডেজ করা ছিল। সেখানেই বেশি চোট পেয়েছে জাহেদ। বোমার আঘাতে ঘাড়ে পিঠের চামড়া ছড়ে যায়।
পাঞ্জাবিটাও দু'এক জায়গায় রক্তের ফলায় কুঁচকে এসে সেটে যায় জাহেদের গায়ের সাথে। সৈয়দ সাহেব গিন্নির মুখ থেকে অদ্যোপান্ত শুনে জাহেদকে বাড়ি থেকে বের করে দেয়ার কথা বলে।