সৈয়দ বাড়ির গানের আসরে মালুর গান গাওয়ার চিত্রটি বর্ণনা কর

সৈয়দ বাড়ির গানের আসরে মালুর গান গাওয়ার চিত্রটি বর্ণনা কর।
সৈয়দ বাড়ির গানের আসরে মালুর গান গাওয়ার চিত্রটি বর্ণনা কর
 সৈয়দ বাড়ির গানের আসরে মালুর গান গাওয়ার চিত্রটি বর্ণনা কর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র মালু। 

জাহেদের কথা মতো সৈয়দ বাড়িতে গানের জলসা বসে। তালতলির নলিনীর বাজনা দিয়ে আসর শুরু হয়। আমন্ত্রিত শিল্পীদের গান গাওয়া শেষ হলে শুরু হয় মালুর পালা গাওয়া। মালু ভীরু ভীরু লজ্জা মাখানো হাসি নিয়ে উঠে দাঁড়ায় মঞ্চে। 

মাথায় ছিল তার রঙিন গামছা। পিরানের উপর প্যাচিয়ে আর একটি গামছায় কোমরটাকে বেশ শক্ত আর চিকন করে বেঁধে নিয়েছিল মালু। এক পাশে বসেছিল দোহারের দল। নাচের ঢংয়ে একটু কুঁজো হয়ে কোমর বেঁকিয়ে চটপটি ফাটার মতো দু'আঙুলের আওয়াজ তুলেছিল মালু। 

প্রত্যুত্তরে তালি বাজিয়ে কাঁসার থালার তাল ঠুকে, দোতারাটা কাঁপিয়ে সাড়া দিয়েছিল দোহারের দল। সৈয়দ বাড়ির জলসায় মালু বাকুলিয়ার ইতিহাস নিয়ে গান গেয়েছিল। যে কাহিনিটা সে বড়দের মুখে শুনেছিল। সেই শোনা কাহিনিই মালু শব্দে গেঁথেছিল নিজের মতো করে- বাকুলিয়ার বড় মিঞা ও সে মস্ত মরদ মাগো তোমার লাইগা হইছে কয়েদ ও সে মস্ত মরদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ