সৈয়দ বাড়ি থেকে বৃদ্ধ পীরকে তাড়াতে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় তার একটি বর্ণনা দাও
সৈয়দ বাড়ি থেকে বৃদ্ধ পীরকে তাড়াতে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় তার একটি বর্ণনা দাও।
![]() |
সৈয়দ বাড়ি থেকে বৃদ্ধ পীরকে তাড়াতে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় তার একটি বর্ণনা দাও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের সৈয়দ বাড়ির দরবেশ বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়ার অনেক দিন পর একজন পীরকে সাথে নিয়ে বাড়িতে ফেরে; এবং তার কন্যা রাবুর সাথে বৃদ্ধ পীরকে বিয়ে দিয়ে দেয়।
সৈয়দ বাড়ির আর এক সন্তান জাহেদ বাড়িতে ছিল না বিয়ের দিন। বাড়িতে এসে চাচার এহেন কাও শুনে সে হতবাক হয়ে যায় এবং পীরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক জাহেদ প্রথমে পীরের ত্রিশ-চল্লিশ জন শিষ্যকে গ্রামের গাঙ পার করে দেয়; অতঃপর সৈয়দ বাড়ির জামাতাজিকে বের করার কাজে লেগে যায়।
প্রথমে লেকু আর ফজর আলি বৃদ্ধ পীরকে কাঁধে তুলে নেয়। বৃদ্ধ হলেও পীরের গায়ে অনেক শক্তি ছিল এবং ওজনেও ভারী ছিল। কসির ও লেকুর কাঁধে চড়ে জামাতাজি হাত-পা ছোড়াছুড়ি শুরু করে। শেষে না পেরে প্রচণ্ড হিংস্রতায় কামড় বসিয়ে দেয় ফজর আলীর কাঁধে নিরুপায় হয়ে ফজর আলী কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে জামাতাজির গালে জোরে একটা ঘুসি বসিয়ে দেয়।
এরপর জাহেদের চাচা দরবেশ এসে বাঁধা দেয়ার চেষ্টা করলে জাহেদ তাকে বেঁধে ফেলে খুঁটির সাথে। আর সেই সুযোগে মুক্ত পীরসাহেব জাহেদের মাথা ফাটিয়ে দেয় মুগুর দিয়ে। তারপর জাহেদের নির্দেশে লেকু, আর ফজর আলি জামাতাজিকে কাঁধে তুলে গ্রামের গাঙ পার করে দিয়ে আসে।