রামদয়ালের ব্যবসায় বাণিজ্যের একটি বর্ণনা দাও

রামদয়ালের ব্যবসায় বাণিজ্যের একটি বর্ণনা দাও

রামদয়ালের ব্যবসায় বাণিজ্যের একটি বর্ণনা দাও
রামদয়ালের ব্যবসায় বাণিজ্যের একটি বর্ণনা দাও

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য বিত্তশালী চরিত্র রামদয়াল।

রামদয়াল অনেক জমি ও তালুকের মালিক ছিল এছাড়া সে ব্যবসায় বাণিজ্যও করতো। তালতলির বাজারে তার বিরাট ব্যবসায় ছিল। তালতলি বাজারের অর্ধেকটা জুড়ে লম্বা তিনটি মনিহরি দোকান ঘর ছিল রামদয়ালের। এছাড়া মাঝারি গোছের চারখানি দোকান ঘর ছিল তার। 

প্রথমে তার ছিল প্রাচীন একটি মনোহারি দোকান সেই দোকানের সাথেই যুক্ত হয় উক্ত দোকানগুলো। তাছাড়া চাল ডাল, সুপারির আড়তদারি, কন্ট্রোলের তেল চিনি কাপড়ের ডিলারি, আরো অনেক রকমের কারবার ছিল রামদয়ালের । যুদ্ধের সময় রামদয়ালের ব্যবসাতো ফেঁপে উঠে। 

এক এক গুদাম, এক এক দোকান পৃথক পৃথক আত্মীয় কর্মচারীর জিম্মায় দিয়ে দেয় রামদয়াল; কিন্তু সবগুলোর উপর তীক্ষ্ণ নজর রাখত রামদয়াল । গুদাম আর দোকানগুলোর ঠিক মাঝখানে ছোট্ট একখানি ঘর ছিল সেখানে বসেই রামদয়াল চারদিকে সতর্ক দৃষ্টি রাখত। সবমিলিয়ে রামদয়াল ছিল একজন বিত্তশালী ব্যবসায়ী মানুষ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ