রাবু ও রানুর মধ্যে কে বেশি সুন্দর এই প্রশ্নের মীমাংসা কর
রাবু ও রানুর মধ্যে কে বেশি সুন্দর এই প্রশ্নের মীমাংসা কর।
![]() |
রাবু ও রানুর মধ্যে কে বেশি সুন্দর এই প্রশ্নের মীমাংসা কর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক' উপন্যাসে একটি সময় রাবু ও রানুর মধ্যে কে বেশি সুন্দর এই প্রশ্নের উৎস খুঁজে পাওয়া যায়।
আমরা নিম্নোক্ত আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। রানুর চুলে ছিল চাপার গন্ধ আর রাবুর গায়ে ছিল অদ্ভুত এক মিষ্টি সুবাস। রাবুর কথায় ছিল মধু, রাবুর তিরস্কার ছিল মিষ্টি আর তার স্পর্শ ছিল মিষ্টি; রাবু ছিল কাঁচা হলুদের মতো টকটকে সুন্দর।
কিন্তু রানু ছিল আরো সুন্দর। রানু গান করে, রাবু গান করে না। রানু ফুল দিয়ে খোপা বাঁধে, ফুলের চুড়ি পরে হাতে। রানুর টেবিলে ফুল সাজানো থাকে; কিন্তু রাবুর টেবিলে ফুল সাজানো থাকে না। রানুর আদরটাও ছিল সুন্দর । উপর্যুক্ত আলোচনার মধ্য দিয়ে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, রাবু ও রানু দুজনেই সুন্দর ।