ফেলু মিঞার স্ত্রী পালিয়েছিল কেন ব্যাখ্যা কর

ফেলু মিঞার স্ত্রী পালিয়েছিল কেন ব্যাখ্যা কর

ফেলু মিঞার স্ত্রী পালিয়েছিল কেন ব্যাখ্যা কর
ফেলু মিঞার স্ত্রী পালিয়েছিল কেন ব্যাখ্যা কর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে বাকুলিয়ায় দুটি বিত্তশালী পরিবার ছিল একটি সৈয়দ পরিবার অন্যটি মিঞা পরিবার। 
 
কালক্রমে মিঞা বাড়ির প্রধান হন ফেলু মিঞা। ফেলু মিঞা অনেক কষ্ট ও ত্যাগ তিতিক্ষা সহ্য করেও মিঞা আভিজাত্যকে ধরে রাখার চেষ্টা করে। যুদ্ধের সময় মিঞা আভিজাত্যে আরো তীব্র আঘাত আসে। ফেলু মিঞার স্ত্রী সেই আঘাত সহ্য করতে পারে না। 
 
ফেলু মিঞার স্ত্রী নিজের ছেলেমেয়েগুলোর কষ্ট হবে ভেবে আগেই তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। ফেলু মিঞার স্ত্রী ফেলু মিঞাকেও তার বাবার বাড়ি যেয়ে থাকার পরামর্শ দেয়; কিন্তু ফেলু মিঞা নিজের আভিজাত্যের কথা ভেবে শ্বশুর বাড়ি যেয়ে থাকতে রাজি হয় না। 
 
অবশেষে ফেলু মিঞার স্ত্রী কোন উপায়ান্তর না দেখে মিঞা বাড়ির আভিজাত্যের কথা না ভেবে শুধু নিজের ও ছেলেমেয়েদের সুখের কথা চিন্তা করে পালানোর সিদ্ধান্ত নেয়। সে মালুর সাহায্য নিয়ে বাড়ির একজন বাঁদিকে সাথে নিয়ে তাদেরই এক রায়তের নৌকায় নিজের বাপের বাড়ি পালিয়ে যায় ফেলু মিঞাকে একা ফেলে ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ