মালুর মাছ ধরার চিত্রটি বর্ণনা কর
মালুর মাছ ধরার চিত্রটি বর্ণনা কর।
![]() |
মালুর মাছ ধরার চিত্রটি বর্ণনা কর। |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক' উপন্যাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র মালু।
উপন্যাসের একপর্যায়ে আমরা মালুকে রাসুর জন্য মাছ ধরতে দেখি। রাসুদের পুকুরটার কিনার ঘেঁষে দাম গজিয়েছে। দামের নিচে মাছ থাকে। আর মালু সে সুযোগটাই নেয়। দামের কাছে এ গাতেই তার পায়ের নিচে সির সির করে উঠে। পাটাকে নরম কাদার ভেতর সোজা গেড়ে দেয় মালু ।
তারপর তুলে আনে একটি টাকি মাছ। দামের নিচে হাত চালিয়ে মালু বুঝতে পারে সেখানে অনেক খোড়ল। খোড়লে মাছ খোঁজার জন্য মালু নাকটাকে পানির উপরে ভাসিয়ে রাখে ও খোড়ল থেকে দুইটি কই মাছ পায়। হঠাৎ একটি চিংড়ি মালুকে বাড়ি মেরে চলে যায়। দাঁড়িয়ে যায় মালু।
তারপর উঠে আসার সময় ডুব দিয়ে তুলে নিয়ে আসে অনেক বেশ বড় একটি চিংড়ি। চিংড়ির ঝাপটা মালুর হাতের চাম একেবারে ঝাঝরা করে ফেলার মত অবস্থা করে। চিংড়িটির ছিল তিনটি গিটের দেড় হাতের মতো লম্বা ঠ্যাং। মূলত রাসুর মন পাওয়ার জন্যই মালু রাসুর জন্য মাছ ধরেছিল।