লেকু হুরমতিকে তার কাজের যে ফর্মটা দিয়েছিল তা লিখ
লেকু হুরমতিকে তার কাজের যে ফর্মটা দিয়েছিল তা লিখ ।
![]() |
লেকু হুরমতিকে তার কাজের যে ফর্মটা দিয়েছিল তা লিখ |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক' উপন্যাসের খেটে খাওয়া একটি শক্তিশালী চরিত্রের নাম লেকু।
লেকু হুরমতিকে বিয়ে করে। এরপর একদিন রমজানের মায়ের মৃত্যু হলে সেখানেই হুরমতির কথার জবাবে লেকু তার সারাদিনের কাজের একটি ফর্দ তুলে ধরে। লেকু বলে- সে ভোর রাত্রে গগন ডাক্তারকে ডেকে আনে।
গগন ডাক্তার বুড়িকে তেরোটা নাওয়াই দেয়; কিন্তু ডাক্তারের কাছে সেগুলো ছিল না। এর ফলে লেকু ডাক্তারের সাথে যায় ও সেগুলো নিয়ে আসে। রমজানের মায়ের অসুস্থতার খবর পৌছে দেয় রমজানের বাড়িতে। পরে বুড়ি মারা গেলে লেকু আবার রমজানকে খবরটা দিয়ে আসে।
ফিরে এসে মেজো মিঞা আর সেকান্দরকে কবর খুঁড়তে দেখে লেকু তাদেরকে সরিয়ে কজর আলিকে নিয়ে কবর খোঁড়ে। তারপর ধানের কথা মনে হলে লেকু সেই ধান নিয়ে তালতলিতে যাওয়ার প্রস্তুতি নেয়। হুরমতিকে লেকু যে কাজের কর্নটা দেয় তাতে হুরমতির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশই আমরা প্রত্যক্ষ করি।