কোন বাড়িতে 'পুইন্যা' হতো? তার একটি বর্ণনা দাও
কোন বাড়িতে 'পুইন্যা' হতো? তার একটি বর্ণনা দাও।
![]() |
কোন বাড়িতে 'পুইন্যা' হতো? তার একটি বর্ণনা দাও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম ধরে। পিঁপড়ের সারির মতো দূর দূরান্ত থেকে প্রজারা আসত।
তারা মিঞাদের নজরানা, ও উপঢৌকন দিয়ে খুশি করতো। সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে 'পুইন্যা' হতো মিঞা বাড়িতে। মিঞা বাড়িতে 'পুইন্যা' হতো দু'দিন। 'পুইন্যার' অনুষ্ঠানে রুপার টাকা, কাগজের টাকা জমা পড়ত।
সেগুলো জমে জমে স্তূপ হয়ে রীতিমতো পাহাড়ের মতো কাছারির মাঠে। যারা সম্ভ্রান্ত প্রজা ছিল তারা মিঞা বাড়িতে আসত ঘোড়া অথবা পাল্কিতে চড়ে। নজরানা দিত গিনি সোনা উচিয়ে উঠত। টাকা ছাড়াও চাল, ডাল, ফল, গরু, ভেড়া, ছাগল, মনে হতো চার পাঁচটা হাট উঠে এসেছে মিঞা বাড়ির অথবা সেই বাদশাহি আমলের আশরাফি।
এটা ছিল সেই অনেক দিন আগের দিনের মিঞা বাড়ির 'পুইন্যার' অনুষ্ঠান। আর বর্তমানে মিঞার বাড়ির 'পুইন্যার' অনুষ্ঠান হয় শুধু নিয়ম রক্ষার খাতিরে। জমক থাকে না, 'লয়-লস্কর' নেই, প্রজা নেই; 'পুইন্যাও' তাই জমে না। সময়ের আবর্তে মিঞাদের জমিদারিতে ভাটা পড়ে ও তেজ কমে যায় ফলে মিঞা বাড়ির পুইন্যার' অনুষ্ঠানও জমে না।