খোদা মালু রামদয়ালের মনিহারি দোকানে কীভাবে কাজ পায় তার একটি বর্ণনা দাও
খোদা মালু রামদয়ালের মনিহারি দোকানে কীভাবে কাজ পায়? তার একটি বর্ণনা দাও।
![]() |
খোদা মালু রামদয়ালের মনিহারি দোকানে কীভাবে কাজ পায় তার একটি বর্ণনা দাও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র মালু।
মালু বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়; এবং গণি বয়াতির দলে মিশে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াত। একসময় গণি বয়াতির আচার ব্যবহার ভালো না লাগলে সে আবার পথে বেরিয়ে পড়ে; আর ঘটনাক্রমে তার রাণুদির বাড়িতে এসে উঠে।
রাণু মালুকে দেখে তার অবস্থার কথা শুনে তার খুড়ো অর্থাৎ রামদয়ালের দোকানে কাজ ঠিক করে দেয়। আর সে মোতাবেক মালু মাসিক সাত টাকা বেতনে রামদয়ালের মনিহারি দোকানটায় বহাল হয়ে যায়। খাওয়া-দাওয়া আর জামা কাপড়ের খরচও রামদয়াল দিত। মালুর মতো একজন নিরাশ্রয়ের পক্ষে খুশি হওয়ার মতোই একটা ব্যবস্থা হয়ে যায় রামদয়ালের মনিহারি দোকানে ।