জাহেদ মস্তানার দলকে কীভাবে বাড়ি থেকে তাড়িয়েছিল তার একটি বর্ণনা দাও

জাহেদ মস্তানার দলকে কীভাবে বাড়ি থেকে তাড়িয়েছিল? তার একটি বর্ণনা দাও।
জাহেদ মস্তানার দলকে কীভাবে বাড়ি থেকে তাড়িয়েছিল তার একটি বর্ণনা দাও
জাহেদ মস্তানার দলকে কীভাবে বাড়ি থেকে তাড়িয়েছিল তার একটি বর্ণনা দাও

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের সৈয়দ বাড়ির দরবেশ বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়ার অনেক দিন পর একজন পীরকে সাথে নিয়ে বাড়িতে ফেরে; এবং তার কন্যা রাবুর সাথে বৃদ্ধ পীরকে বিয়ে দিয়ে দেয়। 

সৈয়দ বাড়ির আর এক সন্তান জাহেদ বাড়িতে ছিল না বিয়ের দিন। বাড়িতে এসে চাচার এহেন কাণ্ড শুনে সে হতবাক হয়ে যায় এবং পীরের সাথে আসা ত্রিশ-চল্লিশ জন মস্তানার দলকে বাড়ি থেকে তখনই তাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক সে মাটির ঢেলা ভাঙার মুগুর একটা সেকান্দর মাস্টারের হাতে দেয় আর একটা তার নিজের হাতে নেয়; কথা হয় কাউকে প্রাণে মারা যাবে না। 

শুধু মুগুরটা মস্তানাদলের সদস্যদের মাথার উপর দিয়ে ঘোরাতে হবে। এভাবে জাহেদ ও সেকান্দর মাস্টার মস্ত নিাদলের সদস্যদের মাথার উপর দিয়ে মুগুর ঘোরায় কারো মাথায় লাগে কারো বা কলকেতে লেগে কলকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এছাড়া মস্তানা দলের বসার জন্য চেয়ারগুলো জড়ো করা হয়েছিল তাও তাদের দিকে ছুঁড়ে মারে জাহেদ। 

মস্তানাদলের মধ্য থেকে কেউ একজন প্রতিবাদ করলে জাহেদ তার মাথায় মুগুরটা বসিয়ে দেয়। এভাবে মালু, সেকান্দর আর বাড়ির চাকরগুলো মিলে জাহেদের নির্দেশে মস্তানার দলকে গ্রামের গাঙ পার করে দিয়ে আসে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ