গ্রামের কিষান-কিষানীর অনুভব ক্ষমতার একটি পরিচয় দাও

গ্রামের কিষান-কিষানীর অনুভব ক্ষমতার একটি পরিচয় দাও।
গ্রামের কিষান-কিষানীর অনুভব ক্ষমতার একটি পরিচয় দাও
গ্রামের কিষান-কিষানীর অনুভব ক্ষমতার একটি পরিচয় দাও

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে গ্রামের সাধারণ মানুষের অনুভব ক্ষমতার একটি পরিচয় পাওয়া যায়। 

গ্রামের কিষান-কিষানী। শিক্ষার আলোকে দৃষ্টি তাদের প্রখর নয়, জ্ঞানের চর্চায় বুদ্ধি তাদের শানিত হয়নি। সে অভাবটি পূরণ করার জন্যই তাদের রয়েছে সরল বুদ্ধির একটি সহজাত অনুভব ক্ষমতা যা দিয়ে তারা আঁচ করে সম্ভাব্য বিপদ, আবহাওয়ার গতি। 

কুকুরের যেমন ঘ্রাণশক্তি, মাটি শুঁকে শুঁকে খুঁজে নেয় অনেক দূরের শিকার, বিড়ালের যেমন দৃষ্টি, অন্ধকারেও জ্বলজ্বল করে, তেমনি কৃষকদের থাকে সহজাত অনুভব ক্ষমতা। হাওয়ার গতিতে তারা বুঝে নেয় আসন্ন দুর্যোগের সংকেত, আকাশের চেহারায় তারা খুঁজে পায় খরার চিহ্ন, চারা গাছের রঙ দেখে তারা ফসলের ভবিষ্যদ্বাণী করতে পারে। স

ব ক্ষেত্রেই ওদের এই বিচার শক্তি হয়তো অভ্রান্ত নয়। কিন্তু অনেক পুরুষের সজ্ঞাত অভিজ্ঞতা দিয়েই ওরা বুঝেছে ওদের এই সহজসরল প্রবৃত্তির ইঙ্গিত মোটামুটি সঠিক পথেই চালিয়ে নেয় ওদের। এভাবেই কিষান-কিষানীরা তাদের সহজাত অনুভব ক্ষমতা দিয়ে সম্ভাব্য বিপদ ও আবহাওয়ার গতি আঁচ করতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ