সোনার কাঠি রুপোর কাঠি গল্পের রাক্ষসদের কিভাবে মৃত্যু হয়

সোনার কাঠি রুপোর কাঠি গল্পের রাক্ষসদের কিভাবে মৃত্যু হয় 

সোনার কাঠি রূপার কাঠি গল্পে রাক্ষসদের কীভাবে মৃত্যু হয়

সোনার কাঠি রূপার কাঠি গল্পে রাক্ষসদের কীভাবে মৃত্যু হয়

উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'সোনার কাঠি রূপার কাঠি' গল্পে রাজকন্যা কৌশলে বুড়ি রাক্ষসীর নিকট থেকে তাদের মৃত্যুর পদ্ধতি সম্পর্কে অবগত হয়। রাক্ষসেরা জানে তাদের কখনও মৃত্যু হবে না। 

কারণ তাদের জীবন এক প্রকার সুরক্ষিত। পৃথিবীর কোন কিছুতেই তাদের মরণ হবে না। কেবল তাদের আবাসের পাশে এক পুকুরে ফটিকস্তম্ভ আছে, তার মধ্যে সাতফণা যুক্ত সাপ আছে; এক নিঃশ্বাসে উঠে ঐ সোনার তালগাছের তালপত্র খাড়া পেড়ে যদি কোনো রাজপুত্র ফটিকস্তম্ভ ভেঙে সাপ বের করে বুকের উপর রেখে কাটতে পারে, তবেই তাদের মরণ হবে। 

উল্লেখ্য, সাপ মারার সময় যদি এক ফোঁটা রক্ত পড়ে— তবে এক ফোঁটা রক্ত থেকে সাত হাজার করে রাক্ষস জন্ম নেবে। আর রাক্ষসী রানির আয়ু থাকে এক শুক পাখির মধ্যে। রাজপুত্র সাপটি এবং শুক পাখিটি মেরে ফেললে সমস্ত রাক্ষস মরে যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ