শোক কবিতা কাকে বলে
শোক কবিতা কাকে বলে | শোক কবিতা বলতে কি বুঝায়
শোক কবিতা কাকে বলে |
উত্তর : গ্রিক 'Elegos' শব্দ হতে 'Elegy' শব্দটির উৎপত্তি। প্রাচীন গ্রিসে গোড়ার দিকে, বিশেষ ধরনের এক ছন্দে লিখিত কবিতাকে 'Elegy' বলা হতো। এই 'এলিজি' (Elegy)-র সাথে শোকের কেনো সম্পর্ক ছিল না।
কিন্তু, পরে এই 'Elegy' শব্দটির সাথে 'শোকজ্ঞাপনে'-র কথাটি জড়িত হয়ে পড়ে। ফলে, এ 'Elegy' শব্দটির বাংলা প্রতিশব্দ করা হয় 'শোকগাথা' বা 'শোক কবিতা'।
ভাই, যে গীতিকবিতায় কবি তাঁর ব্যক্তিগত তথা জাতীয় কোনো বিশেষ শোকাবহ কাহিনি বা ঘটনাকে অবলম্বন করে গীতিকবিতার ভাষারূপ দান করেন তাকেই শোকগীতি বা এলিজি Elegy বলা হয়।
ইংরেজ কবি কোলরিজের ভাষায়- "Elegy is the form of poetry natural to the reflective mind". মের 'Elegy written in a country churchyard' এ পর্যায়ের এক সর্বোৎকৃষ্ট এলিজি-র উদাহরণ। ইউরোপীয় কাব্যসমূহে এলিজি-র (Elegy) বিভিন্ন প্রকারভেদ রয়েছে।
বাংলাদেশের কাব্য সাহিত্যে এ পর্যায়ের কবিতাসমূহের মধ্যে রয়েছে বিহারীলালের ‘বন্ধুবিয়োগ’; অক্ষয়কুমার দত্তের 'এষা': হেমচন্দ্রের 'বিদ্যাসাগর'; 'এবে কোথা চলিলে', নবীন সেনের 'মাইকেল মধুসূদন'; রবীন্দ্রনাথের “স্বপ্ন” ও “সত্যেন্দ্রনাথ দত্ত'; নজরুল ইসলামের 'ইন্দ্রপতন', 'চিত্তনামা' প্রভৃতি সবিশেষ উল্লেখযোগ্য।
আধুনিক সাহিত্যে শোকগীতি বা Elegy অনেক সময় সাহিত্য সমালোচনা-র বাহনরূপেও ব্যবহৃত হয়। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ‘সত্যেন্দ্রনাথ দত্তে'-র নাম করা যেতে পারে। এ 'সত্যেন্দ্রনাথ দত্ত'-ই বাংলা কাব্য সাহিত্যের সর্বোৎকৃষ্ট এলিজি বা শোক কবিতা।