শবর পা কে ছিলেন ? তাঁর পরিচয় দাও

শবর পা কে ছিলেন? তাঁর পরিচয় দাও

অথবা, শবর পা সম্পর্কে যা জান লেখ ৷

শবর পা কে ছিলেন তাঁর পরিচয় দাও
শবর পা কে ছিলেন? তাঁর পরিচয় দাও

উত্তর : বাংলা সাহিত্যের ধারায় চর্যাপদের যে কয়েকজন কবির পরিচয় পাওয়া যায় তাঁদের মধ্যে শবর পা অন্যতম। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন এবং তিনি বাংলাদেশের লোক ছিলেন। তিনি ছিলেন ব্যাধ। 

রাহুল সংস্কৃত্যায়নের মতে-শবর পা ছিলেন বিক্রমশীলা নিবাসী কুলে ক্ষত্রিয় এবং অন্যতম সিদ্ধা । এছাড়া তিনি ৮৮০ সালের দিকে বর্তমান ছিলেন বলে রাহুল সংস্কৃত্যায়ন মনে করেন। তিনি ছিলেন চর্যার আদি কবি লুইপার গুরু এবং নাগার্জুনের শিষ্য।

সুকুমার সেনের মতে শবরপা আট শতকের প্রথমার্ধে জীবিত ছিলেন। তিনি সংস্কৃত এবং অপভ্রংশ মিলে ১৬টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত পদ দুটি- ২৮ ও ৫০। এই পদগুলোকে তিনি শূন্য, অতিশূন্য মহাশূন্য এবং প্রভাস্বর শূন্য এই চার শূন্যের মধ্যে তৃতীয় অর্থাৎ মহাশূন্যকে উদ্যানবটিকা বলেছেন। 

তার রচিত দুটি উল্লেখযোগ্য পক্তি হলো- 

১. উষ্ণা উষ্ণা পাবত তহি সবই বসরী বালী। 

২. মোরঙ্গ পীচ্ছ পরিহাণ সবরী গীবত গুঞ্জরী মালী চর্যা-২৮। অর্থাৎ উঁচু পর্বতে শবরী কলিকা বাস করে। তার পরিধানে ময়ূরের পুচ্ছ গলায় গুঞ্জার মালা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ