শীত বসন্ত গল্পে শীত কীভাবে রাজা হলো
শীত বসন্ত' গল্পে শীত কীভাবে রাজা হলো]
শীত বসন্ত' গল্পে শীত কীভাবে রাজা হলো |
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত "ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'শীত বসন্ত' গল্পে জন্মাদ শীত ও বসন্তকে হত্যা না করে এক বাকল পরিয়া বনের পথে চলে যেতে বলে। শীত আর বসন্ত দুই ভাই বনের পথে গেলে বন আর ফুরায় না।
শেষে দুই ভাই ক্লান্ত হয়ে এক গাছের তলায় বসে। বসন্ত তখন তার বড় ভাই শীতের কাছে জল খেতে চাইল। বসন্ত তখন বসিয়া রহিল আর শীত বসন্তের জন্য জল আনতে গেল। যাইতে যাইতে অনেক দূরে গিয়ে শীত বনের ভেতর এক সরোবর দেখতে পেল।
শীত তখন গায়ের চাদর হুলিয়া সরোবরে নামিল। সেই দেশে যে রাজা ছিল তিনি মারা গিয়েছেন। রাজার ছেলে নাই পুত্র নাই রাজসিংহাসন খালি পড়িয়া আছে। রাজ্যের লোকজন শ্বেত রাজহাতির পিঠে পাট সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল।
হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে তাকে রাজসিংহাসনে উঠায় নিয়ে আসবে এবং সেই রাজ্যের রাজা হবে। রাজসিংহাসন পিঠে শ্বেত রাজহাতি পৃথিবী ঘুরিয়া কাহারও কপালে রাজটিকা দেখল না।
শেষে ছুটিয়া ছুটিয়া যে বনে শীত বসন্ত সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরোবর থেকে জল নিচ্ছে। হাতি তখন রাজপুত্রের কপালে রাজটিকা দেখতে পেল। অমনি শ্বেত রাজহাতি শুঁড় বাড়াইয়া শীতকে ধরে সিংহাসনে তুলে নিল।
তখন ভাই বসন্ত ভাই বসন্ত বলে শীত কত কাঁদল। কিন্তু হাতি তা না শুনে বনজঙ্গল ভাঙ্গিয়া পাট হাতি শীতকে পিঠে করিয়া ছুটে গেল। শ্বেত রাজহাতি শীতকে পিঠে নিয়ে সেই নাই রাজার রাজ্যে গেল।
তখন রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল মন্ত্রী নোয়াইল এবং সকলে শীতকে রাজসিংহাসনে তুলে রাজা করিল।