সেকেন্দার দেওয়ান এর পরিচয় দাও
সেকেন্দার দেওয়ান এর পরিচয় দাও
![]() |
সেকেন্দার দেওয়ান এর পরিচয় দাও |
উত্তর: মনসুর বয়াতি রচিত, দীলে সে সংকলিত “মৈমনসিংহ গীতিকার” অন্তর্গত 'দেওয়ানা মদিনা পালাতে বারো জঙ্গল তেরো ভূমিখণ্ড নিয়ে ধনুক নদীর পাড়ে বসবাস করতো দেওয়ান সেকেন্দার। দেওয়ান সেকেন্দার এর দুই কন্যা ছিল মমিনা ও আমিনা।
দেওয়ান সেকেন্দার শিকার করতে খুব ভালোবাসতো। একদিন সে শিকার করতে গিয়ে গাছের নিচে এক ছেলেকে (আলাল) পায় এবং তাকে সে সাথে করে বাড়ি নিয়ে আসে। ছেলেটি তার বাড়িতে কাজকরলেও সে দেওয়ান সেকেন্দারের কাছ থেকে কোনো অর্থ নিত না।
ছেলেটি দেওয়ান সেকেন্দার এর কাছে নিজের পরিচয় গোপন করে। একসময় পাঁচশত কাজের লোক এবং দুইশত ফৌজ দিয়ে সেকেন্সার দেওয়ান আলালকে তার পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য সাহায্য করেন।
লোকমুখে সেকেন্দার আলালের প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হয়। দেওয়ান সেকেন্দার ছেলেটির সাথে তার এক কন্যাকে বিয়ে দিতে চায়। পরবর্তীতে ছেলেটির পরিচয় জানতে পারে যে তার নাম আলাল। পরে আলাল ও দুলালের সাথে তার দুই কন্যার বিবাহ দেয়।