রূপকথা কাকে বলে
রূপকথা কাকে বলে
রূপকথা কাকে বলে |
উত্তর : গল্প বলার বা শোনার অভ্যাস মানুষের একটি চিরন্তন অভ্যাস । মানুষের এই সহজাত প্রবৃত্তি আদিমকাল থেকেই চলে আসছে। আদিমকাল থেকে শ্রুতিপরম্পরায় যে সকল বিষয়বস্তু চলে আসছে তাই গল্পে উপাদান।
কোন কোন গল্প বা রূপকথা রোমান্সধর্মী কল্পনা রাজ্যে স্বাধীন বিহার করে থাকে। আমরা ছেলে বেলায় গ্রামের বুড়োবুড়ি বা দাদা-দাদি বা নানা- নানির মুখে কোনো ঝিল্লিমুখর সন্ধ্যাকালে যেসব মনোহর ও চমকপ্রদ কাল্পনিক কাহিনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি সেগুলোই রূপকথা।
যেমন আলী বাবা চল্লিশ দস্যু, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। রূপকথা আধুনিক গল্প উপন্যাস বা কথা সাহিত্যের আদিরূপ । দুটির উপাদান একই, পার্থক্য শুধু কাঠামোগত বা প্রকাশভঙ্গির। রূপকথা সম্পূর্ণ অবাস্তব কাল্পনিক বা স্বপ্নীল ।
রূপকথার সংজ্ঞা এক বাক্যে প্রকাশ করা সম্ভব নয়। ইংরেজি Marchen শব্দটির অনুবাদ হলো fairy বা household Tale' বাংলায় যাকে বলা হয় রূপকথা বা লোককাহিনি। প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে বা শ্রুতিপরম্পরায় যেসব কাহিনি চলে আসছে তাই হলো রূপকথা।
কিন্তু আধুনিককালে রূপকথা বলতে শুধু সেইসব কাহিনিকেই বুঝায় যা গদ্যে বিধৃত। তবে তা লিখিত বা অলিখিত ঐতিহ্যের মাধ্যমে যুগ যুগ ধরে স্থানান্তরিত হয়ে এক পুরুষ থেকে আরেক পুরুষে পৌঁছেছে। অতএব আধুনিক সংজ্ঞানুযায়ী রূপকথা বলতে বুঝায় যা পুরুষ পরম্পরাক্রমে প্রাপ্ত সম্পদ এবং লিখিত বা মৌখিক গদ্যের বা পদ্যের ভাষায় প্রকাশ করা হয়ে থাকে।
Fairy Tale ev Household Tale বলতে এমন বহুতর গল্পকে বুঝায় যে প্রায় সব কাহিনিই এর অন্তর্ভুক্ত হয়ে যায়। রূপকথার মধ্যে যে শুধু পরীর গল্প থাকবে এমন কোন কথা নেই ।স্টিয় থম্পসন লোককথা বা রূপকথার সংজ্ঞা দিয়েছেন এভাবে “Marchen হলো এক ধরনের কাহিনি যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে আর আছে মটিফ বা অনুকাহিনির পরম্পরা।
এই কাহিনির ঘটনা ঘটে-অবাস্তব পৃথিবীতে যে পৃথিবীতে না আছে নির্দিষ্ট স্থান, না আছে নির্দিষ্ট চরিত্র, তদুপরি তা আশ্চর্য ব্যাপারে থাকবে পরিপূর্ণ। এই অসম্ভবের দুনিয়ায় নিরহঙ্কার নায়ক তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে বাদশাহি পায় আর রাজকুমারীদের বিয়ে করে।”