রূপক কবিতা বা কাব্য কাকে বলে
রূপক কবিতা বা কাব্য কাকে বলে
উত্তর : 'রূপক'- এর ইংরেজি প্রতিশব্দ 'Allegory'। এই 'Allegory' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে 'to spear other'; অর্থাৎ 'একটি কিছুকে ব্যক্ত করতে অন্য কিছুর অবতারণা বা মাধ্যম গ্রহণ।'
অতএব, 'যে কবিতায় কোন গল্প বা কাহিনির মাধ্যমে অন্য কোনো বিশেষ অর্থের ইঙ্গিত করা হয়; বা, প্রচলিত অর্থের ছদ্মবেশে অন্য কিছু বা অপরূপকে, ইন্দ্রিয়াতীতকে বা অনির্বচনীয়কে রূপ দেওয়া বা ব্যাখ্যা করা হয়, তাকেই 'Allegory' বা 'রূপক কবিতা' বা কাব্য নামে অভিহিত করা হয়।
'রূপক-কবিতা'য় বাইরের একটি 'ছস্বরূপ কাহিনি' থাকে এবং তার সাথে আর একটি 'অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ ভাব থাকে।
বাইরের এই আপাত 'ছদ্মরূপ কাহিনি'-র মাধ্যমে সেই 'অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ ভাব'-কে ব্যক্ত করাই হচ্ছে কবির আসল উদ্দেশ্য। কবি তাঁর এই আসল উদ্দেশ্য সিদ্ধ করার জন্যেই 'রূপকে'-র আশ্রয় গ্রহণ করে থাকেন।
কেননা, এই 'রূপকে'-র মধ্যে ('Allegory') অর্থই হচ্ছে 'প্রতিরূপ' সৃষ্টি করে কোন কিছুকে "ব্যাখ্যা' করা। 'রূপকে'-র মধ্যে যে একটি আপাত প্রবহমান' অর্থ থাকে, তা খুবই স্পষ্ট। তবে, এ স্পষ্ট অর্থই 'রূপকে'-র আসল বা অন্তনির্হিত অর্থ নয়।
এই 'আপাত প্রবহমান অর্থে'-র পাশাপাশি আর একটি 'অন্তর্নিহিত অর্থ' 'রূপকে'র আবরণে লুকিয়ে থাকে। সেই "অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করা যেতে পারে তেমন বাহ্য কাব্যরূপ' 'রূপক'-এ গড়ে তোলা হয়। এজন্যেই