রবীন্দ্রনাথের নাটকের তালিকা
রবীন্দ্রনাথের নাটক গুলো কি কি
রবীন্দ্রনাথের নাটকগুলোর নাম লেখ |
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) বাংলা নাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী। বৈচিত্র্যপূর্ণ নাট্য সৃষ্টি তার রয়েছে প্রত্যেক নিদর্শনেই তার অপরিসীম কৃতিত্ব। তাঁর নাটকগুলো হলো :
১. প্রহসন ও ব্যঙ্গ কৌতুকমূলক নাটক :
- বৈকুণ্ঠের খাতা (১৮৯৭),
- চিরকুমার সভা (১৯২৬),
- শেষরক্ষা (১৯২৮,
- ব্যঙ্গকৌতুক (১৯০৭),
- হাস্যকৌতুক (১৯০৭) ইত্যাদি ।
২. রূপক সাংকেতিক নাটক :
- শারদ্যোৎসব (১৯০৮),
- প্রায়শ্চিত্ত (১৯০৯),
- রাজা (১৯১০),
- অচলায়তন (১৯১২),
- ডাকঘর (১৯১২),
- কালের যাত্রা (১৯৩২),
- তাসের দেশ (১৯০৩) ইত্যাদি
৩. কাব্যনাট্য :
- রুদ্রচণ্ড (১৮৮১),
- প্রকৃতির প্রতিশোধ (১৮৮৪),
- রাজা ও রাণী (১৮৮৯),
- বিসর্জন (১৮৯০),
- চিত্রাঙ্গদা (১৮৯২)।
৪. নাট্যকাব্য :
- বিদায় অভিশাপ ।
৫. গীতিনাট্য :
- বাল্মীকি প্রতিভা (১৮৮১),
- কালমৃগয়া ও
- মায়ার খেলা (১৮৮৮)।
৬. গীতি নৃত্যনাট্য :
- নটীর পূজা (১৯২৬),
- শ্যামা (১৯৩৯)।