পটুয়া সংগীতের বিষয়বস্তু কি
পটুয়া সংগীতের বিষয়বস্তু কি
পটুয়া সংগীত সম্পর্কে কী জান |
উত্তর : বাংলা লোকসাহিত্যের পটুয়া সংগীতে বেদে বাইজী ফেরিওয়ালাদের জীবন চিত্র ধরা পড়ে। পটুয়ারা নিম্নশ্রেণিভুক্ত মৃৎকাণ্ডে পট আঁকে এবং পটের চিত্র অনুযায়ী গান রচনা করে। অতঃপর গ্রামে গ্রামে ও হাটে-গঞ্জে পট দেখিয়ে ও গান গেয়ে অর্থ উপার্জন করে।
তাদের পটের বিষয়বস্তু রাধাকৃষ্ণ, রাম-সীতা, নিমাই সন্ন্যাসী, গাজীপীর ইত্যাদির জীবন ও লীলা কাহিনি। শ্যাম সংক্রান্ত পটুয়াগানের কয়েকটি চরণ যেমন—
“দেখ ভঙ্গী বাঁকা
দেখ ভঞ্জী বাঁকা রাখা রাখাল সখা কদম্ব তলায
বলে দাদা, তোমার বাবা গিয়াছে জঙ্গলে।”