লিপি কবিতা বা পত্রকাব্য কাকে বলে
লিপি কবিতা বা পত্রকাব্য কাকে বলে
উত্তর : 'পত্রাকারে' লিখিত 'কবিতা' বা 'কাব্য'-কেই 'পত্রকাব্য' বা 'লিপি কবিতা' বলা হয়। এ জাতীয় কাব্য বা কবিতায় নায়ক ও নায়িকা পরস্পরের উদ্দেশ্য কাব্যকারে পত্ররচনা করে থাকে।
ফলে, নায়ক-নায়িকার মনোভাব এখানে অত্যন্ত প্রত্যক্ষভাবে প্রকাশিত হয়ে কাব্য-কবিতাকে মধুর করে তোলে। প্রেমই এ শ্রেণির কাব্য-কবিতার প্রধান বিষয়।
রোমক কবি 'ওভিদ'-কে (খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী)-এ শ্রেণির 'পত্র-কাব্যে'র প্রথম প্রবর্তক বলা যেতে পারে। তবে, কারো কারো মতে, রোমীয় লেখক Horace-এর অনুকরণে "লিপি কবিতা'র প্রথম সৃষ্টি হয়।
এ জাতীয় কবিতায় সাধারণত কোন অনুপস্থিত ব্যক্তিবিশেষকে উপলক্ষ্য করে কবি কোন নীতিকথা, আলোচনা, প্রেম বা অন্য কোন বিষয় সম্বন্ধে কবিতা রচনা করে থাকেন।
এ "লিপি কবিতায় যুগচিত্তের পরিকল্পনায় যেসব নরনারী ভিড় করে আছে, তাদের চরিত্র সৃষ্টিতে কবির দক্ষতা একান্ত প্রয়োজনীয়। ইংরেজি সাহিত্যে Pope-এর Eloisa to Abelard এবং বাংলায় মধুসূদন দত্তের 'বীরঙ্গনা কাব্য' উল্লেখযোগ্য।
তাছাড়া, মধুসূদন 'বীরাঙ্গনা কাব্য'-র 'লিপি কবিতা'র মাঝ দিয়ে প্রেমের যে বহুবিচিত্র চিত্র অঙ্কন করেছেন, তা বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ।
এছাড়া, রায়কুমার নন্দীর 'বীরাঙ্গনা পত্রোত্তর'; রবীন্দ্রনাথের 'পত্র': সত্যেন্দ্রনাথ দত্তের 'পুরীর চিঠি'; রাধারানী দেবীর 'পরিণীতার পত্র' এ শ্রেণির উল্লেখযোগ্য 'পত্র' বা 'লিপি কবিতা'