মদিনার শেষ পরিণতি কি
মদিনার পরিচয় দাও ।অথবা, মদিনার শেষ পরিণতি কি
মদিনার পরিচয় দাও মদিনার শেষ পরিণতি কী |
উত্তর : মনসুর বয়াতি রচিত, দীনেশচন্দ্র সেন সংকলিত “মৈমনসিংহ গীতিকার" অন্তর্গত 'দেওয়ানা মদিনা' পালাতে মদিনা একজন গৃহস্থ পরিবারের মেয়ে ছিল। মদিনার বিবাহ হয় সোনাফর দেওয়ানের ছেলে দুলালের সাথে। মদীনার পুত্রের নাম সুরুজ জামাল। 'স্বামীর সাথে মদিনা সুখেই সংসার করছিল।
তাদের সংসারে কোনো দুঃখ ছিল না। স্বামী-স্ত্রী মিলেমিশে সংসারের সমস্ত কাজ করতো। কিন্তু হঠাৎ একদিন দুলাল তার হারানো ভাই আলালকে খুঁজে পায়। আলালের অনুরোধে দুলাল আবার সেকেন্দারের কন্যা আমিনাকে বিবাহ করে এবং দেওয়ানি লাভের আশায় দুলাল তার স্ত্রী মদিনাকে তালাক দেয়।
কিন্তু মদিনা একথা বিশ্বাস করতে পারে না যে, তার স্বামী তাকে তালাক দিতে পারে। এ কারণে সে পরবর্তীতে তার ভাই ও পুত্রকে তার স্বামী দুলালের কাছে পাঠায়। কিন্তু দুলাল যখন তাদেরকে অপমান করে ফিরিয়ে দেয় তখন মদিনা তা বুঝতে পারে।
তখন মদিনা তার স্বামীকে না পাওয়ার বেদনায় কান্নাকাটি করতে থাকে এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়। কিছুদিন পর সে তার স্বামীর চিন্তায় পাগল হয়ে যায় এবং পরিণতিতে স্বামীর শোকে মদিনা মৃত্যুবরণ করে। পালাকারের ভাষায়-
“কান্দিয়া কান্দিয়া বিবির দুঃখে দিন যায়।
খানাপিনা ছাড়া কেবল করে হায় হায় !
তারপরে না চিন্তায় শেষে হইল পাগল।
যাইনা মুখে লয় তাই সে বকয়ে কেবল 1"