লোকসংগীত বা লোকগীতি কাকে বলে
লোকসংগীত বা লোকগীতি কাকে বলে
লোকসংগীত বা লোকগীতি কাকে বলে |
উত্তর : বাংলা লোকসাহিত্যে একটি উল্লেখযোগ্য শাখা লোকসংগীত- এর বৈচিত্র্যও অত্যধিক । লোকসংগীত এক একটি বিষয় অবলম্বন করে গীত হওয়ার উদ্দেশ্যে সৃষ্টি হয়। জনপ্রিয়তার দিক থেকে লোকসংগীত অপরাপর লোকসাহিত্যের নিদর্শনের চেয়ে বেশি প্রতিষ্ঠিত।
ড. এনামুল হকের ভাষায়: “এই সংগীতগুলোতে সুর আছে, কথাও আছে কিন্তু সুরের অনুকরণ বা কারুকার্য নেই।” লোকগীতিতে কোনো কাহিনি থাকে না। বিশেষ বিশেষ ভাব অবলম্বন করে এই শ্রেণির গান রচিত হয়।
বিষয়বস্তুর দিক থেকে এগুলো বৈচিত্র্যপূর্ণ জীবনের এমন কোনো বিষয় নেই যা লোকগীতিতে অন্তর্ভুক্ত হয়নি। তবে অঞ্চলভেদে লোকগীতির পার্থক্য দেখা যায়। পার্থক্যগত কারণে লোকগীতিকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়।
যেমন প্রণয় সংগীত, নৃত্য সংগীত, শ্রম সংগীত, সৃষ্টি সংগীত, সহেলা, পটুয়া, শোক, ভক্তি, ছাদ পেটানো গান, বিয়ের গান, ফসল কাটার গান, তত্ত্ব সংগীত প্রভৃতি।
লোকসংগীতের উদাহরণ :
ক. “ওকি গাড়িয়াল ভাই
কত রব আর পন্থের দিকে চাইয়া”
খ. “মন মাঝি তোর বৈঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।”