লোকসংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ কী কী
লোকসংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ কী কী
লোকসংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ কী কী |
উত্তর : বাংলা লোকসংস্কৃতির প্রধানতম লক্ষণ হচ্ছে এর ধারাবাহিকতা। কৃষি সভ্যতা এখানে দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের সংস্কৃতিতে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। মনের স্বাভাবিক আবেগ সহজ ভাবে প্রকাশ পেয়েছে লোকসংস্কৃতিতে। কৃষির উৎপাদন গ্রামীণ সমাজকে সৃষ্টিশীল রেখেছে আবহমানকাল থেকে।
এই কাজ কৃষি কাজের সাথে সম্পৃক্ত হয়েও লোকসংস্কৃতির উদ্ভব এবং বিকাশ লাভ ঘটেছে।বাংলা লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো- গ্রামীণ বাংলার নমনীয়তা ও সহনশীলতা। অনেক দার্শনিক এ গুণকে বলেছেন সমন্বয় শক্তি।আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো- বাংলার মানুষের মধ্যে আছে বৈচিত্র্যের উপাদান। একদিকে যেমন ঐতিহ্যপ্রিয়তা- পুরাতনের প্রতি মমতা, অতীতচারিতা আবার তেমনই পরিবর্তনের প্রতিও আগ্রহ, জীবন যাত্রার পরিবর্তন আনতে কিংবা নতুনকে গ্রহণ করতেও তেমনই দ্বিধা নেই বাঙালির-
এই তিন বৈশিষ্ট্যের আলোকেই বাংলার লোকসংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়।নানা জাতির, ধর্ম, বর্ণ, পেশাজীবীদের উপাদান এবং উপকরণের সমন্বয় বাংলার লোকসংস্কৃতি। বাংলার লোকসংস্কৃতির উপাদানসমূহকে পুষ্ট করেছে হিন্দু বাঙালি বৌদ্ধ- জৈন-নাথ বাঙালি, মুসলমান বাঙালি, সুফি বাঙালি ও আদিবাসী বাঙ্গাল।
এদের সম্মিলিত লৌকিক সংস্কৃতি ভাবনার মধ্যেই বাংলার লোকসংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে।রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, লোকসংস্কৃতি চির পুরনো হয়েও চির নতুন। সুকুমার সেন একে দৃঢ়মূল অক্ষয় বটের সঙ্গে তুলনা করেছেন। লোকসংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে
যার সৃষ্টি অতীতে, বর্তমানেও যার বিকাশ অব্যাহত এবং ভবিষ্যতের গর্তে যার অনিবার্য স্ফুরণ। এর স্বরূপ আলোচনার পরিপ্রেক্ষিতে যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা যায় সেগুলো হলো :
ক. লোকসংস্কৃতি ঐতিহ্যানুসারী।
খ. পরম্পরাগত ভাবে সঞ্চারিত;
গ. মৌখিক ভাবে অনুকৃতি বা অনুসরণের মাধ্যমে প্রচলিত;
ঘ. গোষ্ঠীমনের প্রকাশ;
6. গোষ্ঠীর মধ্যেও আবশ্যিকভাবে অন্তত একটি বিষয়ে সমরূপতা থাকবে এবং তারা একটি নিজস্ব ঐতিহ্যের ধারক হবে।
চ. শিক্ষিত কি নিরক্ষর তা গুরুত্বপূর্ণ নয়, প্রধান বিষয় ঐতিহ্যানুসারী গোষ্ঠী মানসিকতা;
ছ. শৈল্পিক প্রকাশ।
ঝ. লোকসংস্কৃতির প্রকাশ সহজ এবং স্বাভাবিক।বাংলার লোকসংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্যের কারণে যে কোনো সাহিত্যবোদ্ধার পক্ষেই লোকসংস্কৃতিকে আলাদা করা সম্ভব। একই সঙ্গে এর তাৎপর্য ও উপলব্ধি করা সম্ভব। বাংলা লোকসংস্কৃতির উদ্ভব এবং বিকাশ সাধিত হয়েছে মূলত দেশীয় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হয়ে।