কাবুলের লোক রাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল কেন
কাবুলের লোক রাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল কেন
কাবুলের লোক রাজার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল কেন? |
উত্তর : কাবুলের লোক সহজে কাউকে অভিনন্দন করে না। রাজার জন্য তারা যে ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়েছিল তার প্রথম কারণ, কাবুলে জনসাধারণ ইংরেজের নষ্টামি ও হবীবউল্লার ইংরেজ-প্রীতিতে বিরক্ত হয়ে পূর্ণ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল।
নব্য-তুর্কি নব্য-মিশরের জাতীয়তাবাদের কদাচিৎ জাগরিত বিহঙ্গকাকলী কাবুলের গুলিস্তান বোস্তনকেও চঞ্চল করে তুলেছিল। দ্বিতীয় কারণ, রাজা ভারতবর্ষের লোক, জার্মানির শেষ মতলব কি সে সম্বন্ধে কাবুলিদের মনে নানা সন্দেহ থাকলেও ভারতবর্ষের নিঃস্বার্থপরতা সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা ছিল না।
এ-অনুমান কাইজার বার্লিনে বসে করতে পেরেছিলেন বলেই ভারতীয় মহেন্দ্রকে জার্মান কূটনীতিকদের মাঝখানে ইন্দ্রের আসনে বসিয়ে আফগানিস্তান পাঠিয়েছিলেন। ইংরেজ অবশ্য হবীবউল্লাকে হুকুম দিল, পত্রপাঠ যেন রাজা আর তার দলকে আফগানিস্তান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ধূর্ত হবীবউল্লা ইংরেজকে নানারকম টালবাহানা দিয়ে ঠাণ্ডা করে রাখলেন।
একথাও অবশ্য তাঁর অজানা ছিল। না যে, ইংরেজের দু'হাত ভর্তি, আফগানিস্তান আক্রমণ করবার মতো সৈন্যবলও তার কোমরে নেই।
কিন্তু হবীবউল্লা রাজার প্রস্তাবে রাজি হলেন না। না হয়ে ভালো করেছিলেন কি মন্দ করেছিলেন সে সম্বন্ধে অনেক লোকের মুখ থেকে অনেক কারণ অনেক আলোচনা শোনা যায়। মোটকথা আফগানিস্তানের জনগণ হবীবউল্লার শাসনে বিরক্ত হয়ে জার্মান রাজা মহেন্দ্র প্রতাপকে সন্তুষ্ট করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল।