কাবুলের বাজারে দোকানের আকৃতি সম্বন্ধে কী জান?
কাবুলের বাজারে দোকানের আকৃতি সম্বন্ধে কী জান?
কাবুলের বাজারে দোকানের আকৃতি সম্বন্ধে কী জান? |
উত্তর : কাবুলে দুই নম্বরের দ্রষ্টব্য তার বাজার। অমৃতসর, আগ্রা, কাশীর পুরানো বাজার যারা দেখেছেন, এ বাজারের গঠন তাদের বুঝিয়ে বলতে হবে না। সরু রাস্তা, দু'দিকে বুক-উঁচু ছোট ছোট খোপ। পানের দোকানের দুই বা তিন ডবল সাইজ।
দোকানের সামনের দিকটা খোলা বাক্সের ঢাকনার মতো এগিয়ে এসে রাস্তার খানিকটা দখল করেছে। কোনো কোনো দোকানে বাক্সের ডালার মতো এগিয়ে কব্জা লাগানো, রাত্রে তুলে দিয়ে দোকানের নিচের আধখানা বন্ধ করা যায় অনেকটা ইংরেজিতে যাকে বলে 'পুটিঙ আপ দি শার্টার'।
বুকের নিচ থেকে রাস্তা অবধি কিংবা তারও কিছু নিচে দোকানেরই একতলা গুদাম-ঘর, অথবা মুচির দোকান। কাবুলের যে কোনো বাজারে শতকরা ত্রিশটা দোকান মুচির।
পেশওয়ারে পাঠানরা যদি হপ্তায় একদিন জুতোতে লোহা পোঁতায় তবে কাবুলে তিন দিন। বেশিরভাগ লোকেরই কাজকর্ম নেই কোনো একটা দোকানে লাফ দিয়ে উঠে বসে দোকানির সঙ্গে আড্ডা জমায়, ততক্ষণ নিচের অথবা সামনের দোকানের একতলায় মুচি পয়জারে গোটা কয়েক লোহা ঠুকে দেয়।