হিরাত নগরীর শিল্পকলার বিবরণ দাও
হিরাত নগরীর শিল্পকলার বিবরণ দাও।
হিরাত নগরীর শিল্পকলার বিবরণ দাও। |
উত্তর : তৈমুরের মৃত্যুর পর তাঁর বংশধরগণ সমরকন্দ ও হিরাতে নতুন শিল্পপ্রচেষ্টায় আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু আফগানিস্তানের হিরাত অতি সহজেই তুর্কিস্তানের সমরকন্দকে ছাড়িয়ে গিয়েছিল।
তৈমুরে পুত্র শাহরুখ চীন দেশ থেকে শিল্পী আনিয়ে ইরানিদের সঙ্গে মিলিয়ে হিরাতে নবীন চারুকলার পত্তন করেন। তৈমুরের পুত্রবধূ গৌহর শাদ শিক্ষাদীক্ষায় রানি এলিজাবেথ, ক্যাথরিনের চেয়ে কোনো অংশে ন্যূন ছিলেন না।
তাঁর আপন অর্থে তৈরি মসজিদ-মাদ্রাসা দেখে তৈমুরের প্রপৌত্র বাবুর বাদশাহ চোখ ফেরাতে পারেন নি। এখনো আফগানিস্তানে যেটুকু দেখবার আছে, সে ঐ হিরাত-যে কয়টি মিনার ইংরেজের বর্বরতা সত্ত্বেও এখনো বেঁচে আছে, সেগুলো দেখে বুঝা যায় মধ্য-এশিয়ার সর্বকলাশিল্প কি আশ্চর্য প্রাণবলে সম্মিলিত হয়ে এ অনুর্বর দেশে কি অপূর্ব মরূদ্যান সৃষ্টি করেছিল।
আফগানিস্তানের ইতিহাস থেকে যতটুকু জানা যায় তা থেকে বুঝা যায় যে, হিরাত নগরী শিল্পকলায় সমৃদ্ধ ছিল।