গীতিনাট্য বলতে কি বুঝ

গীতিনাট্য বলতে কি বুঝ

অথবা, সংক্ষেপে গীতিনাট্য সম্পর্কে লেখ।

গীতিনাট্য বলতে কী বুঝ
গীতিনাট্য বলতে কী বুঝ

উত্তর : গীতি অবলম্বনে সে নাটক রচিত হয় তাই গীতিনাট্য। গীতিনাট্যে গীতি হলো মাধ্যম অথবা উপায় এবং নাটক হলো উদ্দেশ্য। অর্থাৎ কথাবস্তুর গীতিময় উপস্থাপনা দ্বারা নাটকের দৃশ্য, ঘটনা ও চরিত্রের ভাব রসাত্মক রূপ দেওয়াই হলো গীতিনাট্যের শিল্পগত লক্ষ্য। 

গীতি ও নাটক এ দুই বিষম শিল্পের মিলন ও বিরোধের ফলে গীতিনাট্যের রূপ ও রসের এত বৈচিত্র্য লক্ষ করা যায়। আবার নাটক ও গীতির অবস্থানের তারতম্য অনুযায়ী গীতিনাট্যের শ্রেণিবৈচিত্র্য দেখা যায়। 

এ শ্রেণির গীতিনাট্য শিথিল ও বিচ্ছিন্ন ঘটনা অবলম্বনে গীতির রস, বৈচিত্র্য ও আবেদনকে মুখ্য করে তোলা হয়। আর এ শ্রেণির গীতিনাট্যে সামগ্রিক গীতিময়তায় নাটকের ঘটনা ও গতি সম্পূর্ণ আচ্ছন্ন। এ গীতিনাট্যকে পাশ্চাত্যের অপরাধধর্মী বলা যায় । অপর আর এক শ্রেণির গীতিনাট্যে গীতির সুর উদ্বেলিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ