দুলাল চরিত্রের পরিচয় দাও
দুলাল চরিত্রের পরিচয় দাও
দুলাল চরিত্রের পরিচয় দাও |
উত্তর : মনসুর বয়াতি রচিত, দীনেশচন্দ্র সেন সংকলিত “মৈমনসিংহ গীতিকার" অন্তর্গত 'দেওয়ানা মদিনা' পালাতে দুলাল চরিত্রের দ্বন্দ্বময়তার প্রকাশ স্পষ্ট। যদিও দুলাল পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়।
কিন্তু এ ধরনের মানিয়ে নেওয়ার মধ্যে মূলত নিষ্ক্রিয় ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটে। কৃষক জীবনের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে কৃষক কন্যা মদিনার সঙ্গে তার দাম্পত্য জীবন গড়ে উঠে। কৃষক জীবনের সাথে সম্পৃক্ত হয়ে সে পুরোপুরি বিস্মৃত হয় দেওয়ানি আভিজাত্যের গর্ব।
সে যদি দেওয়ানি জীবনের মোহ কাটিয়ে এই জীবনেই সংযুক্ত থাকত, তাহলে এটাই হতো তার গৌরবময় উপাদান। দুলাল তার ভাই আলালের আহ্বানে সাড়া দিয়ে মদিনাকে ত্যাগ করে তার সন্তান এবং স্ত্রীকে অস্বীকার করেছে।
তার চরিত্রের অন্তর্গত ত্রুটি তাকে নায়কের আসন থেকে বিচ্যুত করেছে। তার ছেলে সুরুজ জামালকে ফিরিয়ে দেয়ার পরে তার মধ্যে অনুশোচনা আরম্ভ হয়েছে। এ পর্যায়ে অনুশোচনাদগ্ধ দুলালের মনে পত্নীপ্রেম, পুত্রস্নেহ, কৃতজ্ঞতাবোধ প্রভৃতি ক্রিয়াশীল থেকে তার পূর্ব-অপরাধ অনেকটা ম্লান করে দিয়েছে।
মদিনার প্রতি তার আবাল্য প্রণয় দেওয়ানির প্রতিপত্তিমোহ ও মর্যাদাবোধ- এ দুয়ের দ্বন্দ্বে তার মধ্যে শেষ পর্যন্ত প্রণয়াবেগ ও কৃতজ্ঞতাবোধেরই জয় হয়েছে।
দেওয়ানির মোহ পরিত্যাগ করে যখন সে দ্বিধাহীন চিত্তে কৃষকবধূর একনিষ্ঠ প্রণয়াকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে এবং কৃত অপরাধের প্রায়শ্চিত্তের জন্য চলে আসে, তখন তার মহৎ ও দৃঢ়চিত্ত চরিত্রের পরিচয়ই ব্যক্ত হয়।