ডালিমকুমার পরে রাজপুত্র কীভাবে পাশা উদ্ধার করেছিল
ডালিমকুমার' পরে রাজপুত্র কীভাবে পাশা উদ্ধার করেছিল
![]() |
ডালিমকুমার' পরে রাজপুত্র কীভাবে পাশা উদ্ধার করেছিল |
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'ডালিমকুমার' গল্পে রাজপুত্র পাশাবতীর সাথে পাশা খেলতে চাইল। খেলিতে বসিয়া রাজপুত্র চমকিয়া গেল দেখল এ পাশা তো তারই। খেলিতে গিয়া রাজপুত্র হারিয়া গেলেন।
রাজপুত্র তখন দেখিলেন এক ইঁদুর পাশা, উল্টাইয়া দেয়। আনমনে রাজপুত্র বসিয়া ভাবিতে লাগলেন। পাশাবতী বলিল- 'রাজপুত্র ফেল।' তখন রাজপুত্র বলিল পক্ষিরাজ নাও কাল আবার খেলব।
পরের দিন এক গ্রামের মধ্যে গিয়ে রাজপুত্র এক বিড়ালের ছানা নিয়ে আসিলেন। বলিলেন এস আজ খেলব। খেলিতে বসিয়াছেন- আজ ইঁদুর আসে আসে করে আসে না- কি যেন দেখিয়া পালায়। রাজপুত্র দান ফেলিলেন-
“এই হাতে ছিল 'পাশা, পুনু এল হাতে
এত দিন ছিলে পাশা কার দুধ ভাতে?"
পালক ফেলিতে না ফেলিতে পাশাবতী হারিয়া গেল। রাজপুত্র বলিলেন- 'আমার পক্ষিরাজ দাও।' রাক্ষসী পক্ষিরাজ দিল। আবার খেলা। রাক্ষসী আবার হারিল। রাজপুত্র বলিলেন- আমার ঘোড়ার মত ঘোড়া, আমার মত রাজপুত্র দাও। রাজপুত্র আবার খেলিলেন।
খেলিতে খেলিতে রাজপুত্র সাত ভাই, সাত ভাইয়ের ঘোড়া পাশবতার রাজ রাজত্ব ঘরপুরী সব জিতলেন। শেষে বলিলেন এখন কী দিবে? এই পাশা আর ইঁদুর দাও। পাশাবতী কি পাশা অমনি দেয়। তখন রাজপুত্র বিড়ালের ছানা ছাড়িয়া দিলেন।
বিড়াল গড়গড় করিয়া ইঁদুরকে ধরিয়া ছিঁড়িয়া খাইয়া ফেলিল। ঘরের প্রদীপ নিভিয়া গেল, রাজ রাজত্ব কোথায় সব। হাতের পাশা হাতে রাজপুত্র দেখিলেন সাত পাশাবতী সাত কেঁচো হইয়া মরিয়া রহিয়াছে।