ডালিম কুমার যে নগরে পতিত হয় তার বর্ণনা দাও

 ডালিমকুমার যে নগরে পতিত হয় তার বর্ণনা দাও

ডালিমকুমার যে নগরে পতিত হয় তার বর্ণনা দাও
 ডালিমকুমার যে নগরে পতিত হয় তার বর্ণনা দাও

উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'ডালিমকুমার' গল্পে ডালিমকুমার অন্ধ হয়ে রাত-রাজার দেশে এক নগরে পতিত হয়। যে নগরে ডালিমকুমার পতিত হয় সেখানে সন্ধ্যায়, ভোরে এবং দুপুরে ভিন্ন ভিন্ন চিত্র ধারণ করে। 

রাজপুরীতে সন্ধ্যায় লক্ষ কাড়া, লক্ষ সানাই, ঢাক ঢোল বেজে উঠে, ঘরে ঘরে চূড়ায় চূড়ায় পথে পথে মশাল জ্বলে, নিশান ওড়ে, হৈ হৈ আনন্দে সাড়া পড়ে যায়। ভোরে সবাই চুপচাপ, তারপর কেবল কান্নাকাঠি, চিৎকার, হাহাকার, বুকে চাপড়, ছুটাছুটি- চোখের জলে দেশ ভাসে, শোকে রাজ্য আচ্ছন্ন হয়ে যায়। 

আবার দুপুর বেলা রাজার হাতি সেজে-গুজে বের হয়। রাজ্যের লোক খাবার গ্রহণ শেষে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়তো। তারপর হাতি একজনকে ধরে এনে রাজা বানিয়ে দেয়। 

তারপরে অনেক আনন্দের মাধ্যমে রাজ্যের লোকেরা রাজকুমারীর সাথে নতুন রাজার বিয়ে দেয়। পরদিন সকালে দেখা যায় কোন এক অদৃশ্য শক্তি রাজাকে খেয়ে হাড়-গোড় ফেলে রেখে যায়। প্রতিদিনই রাজ্যে একই ঘটনা ঘটে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ