ডালিমকুমার' গল্পে রাক্ষসী কীভাবে রানি মূর্তি ধারণ করে
ডালিমকুমার' গল্পে রাক্ষসী কীভাবে রানি মূর্তি ধারণ করে
ডালিমকুমার' গল্পে রাক্ষসী কীভাবে রানি মূর্তি ধারণ করে |
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'ডালিমকুমার' গল্পে এক রাজা, রাজার এক রানি আর এক রাজপুত্র। রানির আয়ু ছিল একজোড়া পাশার মধ্যে।
একথা রাজপুরীর তালগাছের এক রাক্ষসী একথা জানিত। কিন্তু কিছুতেই রাক্ষসীকে পাইয়া উঠে না। একদিন রাজা মৃগয়ায় গিয়েছেন। রাজপুত্র সখা সাথী পাঁচ জন লইয়া পাশা খেলিতেছিল। দেখিয়া রাক্ষসী ভিখারিণী সাজিয়া রাজপুত্রের কাছে গিয়া জোড়া চাহিল।
রাজপুত্র কিছু বুঝিতে না পেরে হেলায় পাশা জোড়া ভিখারিণীকে দিয়া ফেলিলেন। তিন ফুঁয়ে রাক্ষসী রানির আয়ুপাশা কোন রাজ্যে পাঠাইল কেউ জানিতে পারিলো না। রানি মূর্ছা গেলেন। তখন রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রানিকে খাইয়া রানির মূর্তি ধরিয়া বসিয়া রহিল।