ডালিমকুমার' গল্পে ডালিমকুমার পাশাবতী কন্যাদেরকে পাশা খেলায় কীভাবে হারায়
ডালিমকুমার' গল্পে ডালিমকুমার পাশাবতী কন্যাদেরকে পাশা খেলায় কীভাবে হারায়
![]() |
ডালিমকুমার' গল্পে ডালিমকুমার পাশাবতী কন্যাদেরকে পাশা খেলায় কীভাবে হারায় |
অথবা, ডালিমকুমারের পাশা খেলার বর্ণনা দাও।
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'ডালিমকুমার' গল্পে ডালিমকুমার তার ভাইদের সন্ধানে যম-যমুনার দেশে পাশাবতী রাজকন্যাদের নিকটে উপস্থিত হয়। ডালিমকুমার পাশাবতী কন্যাদের কাছে পাশা খেলায় হেরে তার পক্ষিরাজ ঘোড়া হারায়।
পাশাবতী কন্যারা পাশা খেলার সময় এক চাতুরীর আশ্রয় গ্রহণ করে। পাশা খেলার সময় এক ইঁদুর ছানা এসে দানের গুটি উল্টিয়ে দিয়ে পাশাবর্তী কন্যাদের জিতিয়ে দেয়।
পরের দিন ডালিমকুমার এক বিড়াল ছানাকে সংগ্রহ করে পাশা খেলায় বসে- এ সময় ইঁদুর ছানা আর পাশার কাছে আসতে পারে না এবং পাশাবতী কন্যারাও একে একে হারতে থাকে। শেষ পর্যন্ত পাশাবতী কন্যারা নিজেদের রাজ্যসহ সব সম্পত্তি ডালিমকুমারের কাছে হারিয়ে ফেলে।
ডালিমকুমার তার সাত ভাইকে ফিরে পায় সাত পক্ষিরাজ ঘোড়াসহ। শেষে পাশাবতী কন্যারা বাজি ধরে ইঁদুর এবং পাশার গুটিকে তারা এবার হেরে যায়। কিন্তু পাশাবতী কন্যারা পাশা দিতে চায় না।
ডালিমকুমার তার বিড়াল ছানাকে ছেড়ে দিলে তা ইঁদুরকে খেয়ে ফেলে এবং পাশা হাতে থাকতে থাকতে সাত পাশাবতী কন্যা সাতটি কেঁচোতে পরিণত হয়- এভাবেই ডালিমকুমারের পাশা খেলা সমাপ্ত হয়।