ডাকের বচনের মূল বিষয়বস্তু কী

ডাকের বচনের মূল বিষয়বস্তু কী

ডাকের বচনের মূল বিষয়বস্তু কী
ডাকের বচনের মূল বিষয়বস্তু কী

উত্তর : বচন মূলত অভিজ্ঞতার ফসল। বচনের শ্রেণিবিভাগ নিয়ে মতবিরোধ থাকায় অনেকে বচনকে ডাকের বচন ও খনার বচন নামে আখ্যায়িত করে। 

তবে ডাকের বচনগুলো মূলত লোকচরিত্র ভিত্তিক। মানুষের নৈতিক চরিত্রের উন্নতি বিধানই ডাকের বচনের মূল লক্ষ্য।

ডাকের বচন : তিব্বতীয় ভাষায় 'ডাক' শব্দটির অর্থ জ্ঞান- তার অর্থ ডাকের বচন অর্থ- জ্ঞানের কথা। ডাকের স্ত্রীলিঙ্গ ডাকিনী- বাংলায় সম্ভব 'ডাইনী' হতে পারে। সম্ভবত চর্যাপদের যোগিনী এর সমার্থক শব্দ।

ডাক শিবের অনুচর ছিলেন বলেও অনেক মত পাওয়া যায়। শব্দটির প্রাচীন অর্থ 'বুলি'- পরবর্তীকালে ডাক রূপান্তরিত হতে হতে প্রবাদবুলিতে পরিণত হয়েছে। 

যেমন-ক. "পরিহর যত্নে ঋণের শেষ।পরিহর যত্ন লাশের বেশখ. পরিহর নিত্য রতি পিয়াস।পরিহর ধনী কুটুম্ব পাশ।"বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের অন্যতম নিদর্শন '

ডাকার্নব' চর্যাপদের পরই উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এই গ্রন্থের আদর্শে রচিত হয়েছে ডাকের বচন। বাংলাদেশে ডাকতন্ত্রই মূলত ডাকের বচন নামে পরিচিত। 

এ প্রসঙ্গে ড: মুহম্মদ শহীদুল্লাহ্ বলেন, “ডাক কোনো ব্যক্তিবিশেষের নাম নহে। এক শ্রেণির বৌদ্ধ তান্ত্রিক সাধককে ডাক বলিত।”ডাকের বচনগুলোতে আমরা বাংলাদেশের প্রাচীন যুগের পারিবারিক জীবনের বিবিধ ইঙ্গিত পেয়ে থাকি। 

কোনো কোনো বচনে বাঙালি পরিবারের গৃহিণী সম্পর্কে যে সাবধানবাণী করা হয়েছে, তা অতি বাস্তবসম্মত। যেমন-“ঘরে স্বামী বাইরে বইসেচারি পাশে মুচকি হাসে।হেন স্ত্রীয়ে যাহার বাসতাহার কেন জীবনে বাস।

এই বচনে মানবজীবনের অভিজ্ঞতার ফসল শিল্পে রূপান্তরিত হয়েছে। জীবন বাস্তবতার গভীর সম্পর্ক জড়িয়ে আছে। নিম্নে কয়েকটি খনার বচন তুলে ধরা হলো।“পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হালতার দুঃখ চিরকাল।"

মূলত ডাকের বচনগুলোতে মানবজীবনের করণীয়-গ্রহণীয়-বর্জনীয় বিষয়গুলো নির্দেশিত থাকে। অবশ্য এর পিছনে লুকিয়ে আছে মানবের মঙ্গলচিন্তা। ড. দীনেশচন্দ্র সেন এর মতে, ডাক বলতে প্রচলিত বাক্যকে বুঝায়। 

আচার্য হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন, ডাক এবং ডাকিনী বলতে তন্ত্রশাস্ত্রে অভিজ্ঞ বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে বুঝায়।' এই সাহিত্য নিদর্শনগুলো যে প্রাচীন সাহিত্য নিদর্শন হিসেবে আমাদের ঐতিহ্যের তথা সাহিত্যের ধারক ও বাহক, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ