ডাক ও খনার বচন বলতে কি বুঝ
ডাক ও খনার বচন বলতে কি বুঝ
উত্তর : বচন মূলত অভিজ্ঞতার ফসল। বচনের শ্রেণিবিভাগ নিয়ে মতবিরোধ থাকায় অনেকে বচনকে ডাকের বচন ও খনার বচন নামে আখ্যায়িত করে। বলা হয় বৌদ্ধ তান্ত্রিক এক পুরুষ সর্বপ্রথম ডাকের বচন (ডাকার্নব) এর প্রচলন ঘটান।
ডাকের বচনে মূলত কৃষিকার্যের নিয়ম, আবহাওয়ার লঙ্ঘন ও ফলাফল, তিথি গণনা ও শুভাশুভ দিনক্ষণ স্থান পায়। অনেকে আবার খনাকে বচনের প্রথম স্রষ্টা হিসেবেও উল্লেখ করেন।
খনার বচনও কৃষি কাজের সাথে সম্পর্কিত । মূলত এ কারণেই ডাকের বচন ও খনার বচনকে আলাদা করা যায় না।ডাকের ও খনার বচনের
উদাহরণ :
ক. অমাবস্যা পূর্ণিমায় যে ধরে হালতার দুঃ
খ রয় চিরকাল।ষোলো চাষে মুলাতার অর্ধেক তুলাতার অর্ধেক ধানবিনা চাষে পান।
গ যদি বর্ষে মাঘের শেষ,ধন্য রাজার পুণ্য দেশ।
ঘ. “যে চাষা খায় পেট ভরে।গরুর পানে চায়না ফিরে"গরু বাচ্চুর পায়না ল সেই ভাষার সর্বনাশ
3. কলা না করে কেটো পাততাতেই কাপড় তাতেই ভাত ।